Advertisement

India vs South Africa T20I: দুরন্ত ব্যাটিং সঞ্জু-তিলকের, ১৩৫ রানে জিতে সিরিজ ভারতের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচের টি২০ সিরিজে জয় পেল ভারতীয় দল। চতুর্থ ম্যাচে ১৩৫ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ভারতীয় দল চতুর্থ টি ২০ ম্যাচে ২৮৩ রান করে ফেলল ভারতীয় দল। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। সিরিজের গত দুই ম্যাচে তিনি বড় রান না পেলেও প্রথম ম্যাচের মতো এদিন জ্বলে ওঠেন তিনি।

भारतीय टी२० टीम। (@AFP)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 12:46 AM IST

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচের টি২০ সিরিজে জয় পেল ভারতীয় দল। চতুর্থ ম্যাচে ১৩৫ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। ভারতীয় দল চতুর্থ টি ২০ ম্যাচে ২৮৩ রান করে ফেলল ভারতীয় দল। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন সঞ্জু স্যামসন। সিরিজের গত দুই ম্যাচে তিনি বড় রান না পেলেও প্রথম ম্যাচের মতো এদিন জ্বলে ওঠেন তিনি।

অন্যদিকে দারুণ ইনিংস খেলেন তিলক ভর্মাও। টানা দুই ম্যাচ দারুণ ইনিংস খেললেন তিনি। মাত্র ৪৭ বলে ১২০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৯টা চার ও ১০টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৫.৩১। বোঝাই যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন দুই ব্যাটারই। মাত্র ১ উইকেট হারিয়েই তাঁরা বিরাট লক্ষ্যের সামনে দাঁড় করেন দক্ষিণ আফ্রিকাকে।

তবে খুব খারাপ ইনিংস খেলেননি আরেক ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তাঁর স্ট্রাইকরেটও ২০০। দুটো চার আর চারটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। সিপমালা খেয়ে বসেন ৫৮ রান। তিনিই তুলে নেন অভিষেকের উইকেট। ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। ৪ ওভার বল করে ৪২ রান দেন মার্কো ইয়ানসন। কোনও উইকেট পাননি তিনি। জেরাল্ড কোর্টজে তিন ওভার বল করে দেন ৪৩ রান। উইকেট পাননি তিনিও। সিমিলনেও প্রচুর মার খেয়েছেন। তিনি ৩ ওভার বল করে দিয়ে ফেলেন ৪৭ রান।

কেশভ মহারাজও ব্যর্থ হয়েছেন এদিন। ৩ ওভারে তিনি দেন ৪২ রান। উইকেট নিতে পারেননি তিনি। মার্করাম ২ ওভারে দেন ৩০ রান। ক্রিশ্চিয়ান স্টাবস মাত্র ১ ওভারেই দেন ২১ রান। ফলে ভারতীয় দল পাহাড় প্রমান রান করে ফেলে। সুযোগ নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা।

Advertisement

ভারতের বিরুদ্ধে ১৪৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতীয় দল জিতেছিল। তারপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচেও জিতে সিরিজ জিতে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement