Advertisement

India vs Sri Lanka 1st T20: দারুণ বোলিং শিভমের, ২ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত

প্রথম দুই ওভারে এসেছিল ২৬ রান। শুরুটা ভাল হলেও বেশি ঝুঁকি নিয়ে খেলতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ১৬২ রানে শেষ হল ভারতের ইনিংস। লড়াই করার মত স্কোর হলেও ওয়াংখেড়ের পিচ বেশ সমস্যায় ফেলল ভারতীয় ব্যটারদেরই। দারুণ বল করেন  শ্রীলঙ্কার বোলাররা। 

দীপক হুডা দীপক হুডা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2023,
  • अपडेटेड 11:25 PM IST
  • ১৬৩ রানের লক্ষ্য রাখে ভারত
  • ২ রানে জিতল ভারত

অভিষেকেই নজর কাড়লেন শিভম মাভি (Shibham Mavi)। ৪ উইকেট তুলে নেন তিনি। শ্রীলঙ্কার (India vs Sri Lanka)  বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত। বছরের প্রথম ম্যাচেই জয় পেল ভারতীয় দল (Team India)।

প্রথম দুই ওভারে এসেছিল ২৬ রান। শুরুটা ভাল হলেও বেশি ঝুঁকি নিয়ে খেলতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ১৬২ রানে শেষ হল ভারতের ইনিংস। লড়াই করার মত স্কোর হলেও ওয়াংখেড়ের পিচ বেশ সমস্যায় ফেলল ভারতীয় ব্যটারদেরই। দারুণ বল করেন  শ্রীলঙ্কার বোলাররা। 

ভারতের ইনিংস শেষ হয় ১৬২ রানে। দারুণ ব্যাট করেন দীপক হুডা। ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। একটা চার আর চারটে ছক্কা মারেন তিনি। ভাল খেলেন ওপেনার ইশান কিশান। ২৯ বলে ৩৭ রান করেন তিনি। 

আরও পড়ুন

তবে ব্যর্থ হন শুভমন গিল। ৭ রানে আউট হন তিনি। স্টার ব্যাটার সূর্যকুমার যাদব ১০ বলে ৭ রান করে আউট হন তিনি। ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসনও। তিনি আউট হন ৫ রান করে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৭ বলে ২৯ রানে আউট হন। চারটি চার মারেন তিনি। অক্ষর প্যাটেল ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ও ১টা ছক্কা মারেন তিনি। 

একটা করে উইকেট তুলে নেন দিলশান মধুশানকা, মহেশ তিক্ষনা, করুণারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানেন্দু হাসারাঙ্গা। উইকেট পাননি কাশুন রাজিথা। রানও বেশি খেয়েছেন তিনি। ৪ ওভারে ৪৭ রান খেয়েছেন তিনি।       

জবাবে ব্যাট করতে নেমে ১২ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস, দাশুন শনকা ও চামিকা করুণারত্নে রান পেলেও বাকিরা পাননি। ফলে প্রয়োজনীয় রান করতে পারেনি শ্রীলঙ্কা।  

ভারতের হয়ে ৪ উইকেট নেন মাভি। দুটি করে উইকেট নেন উমরান মালিক ও হার্ষাল প্যাটেল। তবে উইকেট পাননি হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল।   

Advertisement
Read more!
Advertisement
Advertisement