একদিনের সিরিজে তিন ম্যাচেই জিতে গিয়েছে ভারত। এবার শুরু হচ্ছে টি২০ সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ বুধবার। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে এই বছরের অক্টোবরে। তার পরের বছরেই রয়েছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। বুধবারের ম্যাচের আগে পিচ নিয়ে খুশি নয় ভারতীয় শিবির। পিছে ঘাস রয়েছে। প্র্যাকটিস পিচ নিয়ে অখুশি ওয়েস্ট ইন্ডিজও (West Indies Cricket)। অসমান বাউন্সের জেরে আহত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফ্যাবিয়েন অ্যালেন। আহত হয়েছেন জেসন হোল্ডারও। তবে শেষ মুহুর্তে মূল পিচের ঘাস ছাঁটা হয়েছে। দলে নেই সহ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তাঁর জায়গায় দলে আসতে পারেন ঋতুরাজ গায়কোয়াড। সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পান্ত (Rishabh Pant)। চোটের জন্য দলে নেই ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় দলে আসতে পারেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
দলে নেই অক্ষর প্যাটেলও। টি২০ সিরিজে ভারতের সম্পদ হতে পারেন দীপক চাহার ও শার্দূল ঠাকুর। দলে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহালকেও (Yuzvendra Chahal)। সেক্ষেত্রে 'কুল-চা' জুটিকে অনেকদিন পরে মাঠে দেখা যাবে। সাম্প্রতিক ফর্ম বেশ খারাপ হলেও দলে থাকতে পারেন ভুবনেশ্বর কুমার। জায়গা হতে পারে হর্ষল প্যাটেলেরও। আরও একবার নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন ভারতের এই পেসার। তবে পিচে ঘাস থাকলে সমস্যায় পড়তে পারেন ভারতের ব্যাটাররা। কারণ ভারতীয় দলে মহম্মদ শামি বা যশপ্রীত বুমরার মত জোরে বোলার নেই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন পেসার জোরে বল করে নজর কেড়েছেন। ফলে ইডেনের পিচ থেকে বাউন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাঁদের। একদিনের সিরিজেও বেশ ভাল বল করেছেন ক্যারেবিয়ান পেসাররা। তবে ব্যাটারদের ব্যর্থতায় রোহিত শর্মার (Rohit Sharma) দলের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তাঁরা। টি২০ ক্রিকেটে বরাবরই ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ। ভারতে আসার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সে দেশে গিয়ে টি২০ সিরিজ জিতে এসেছেন কায়রন পোলার্ডরা। সেই কারণে সতর্ক থাকতে হবে ভারতীয় ব্যাটারদের।
আরও পড়ুন: ছাপিয়ে যাওয়ার সুযোগ! শুরু হচ্ছে রোহিত-বিরাটের 'যুদ্ধ'
আরও পড়ুন: RCB-র মাঠেই শততম টেস্ট খেলবেন বিরাট? জানাল BCCI
কখন শুরু খেলা
ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি২০ ম্যাচ। টস সন্ধ্যা সাড়ে ছ'টায়। সিরিজের তিনটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
কোথায় দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি২০ ম্যাচ
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে রোহিত শর্মাদের ম্যাচ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই খেলা।