নজির গড়লেন ওবেদ ম্যাককয়। প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে টি২০ ক্রিকেটে এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি। বিশ্ব ক্রিকেটে পঞ্চম বোলার হিসেবে এই রেকর্ড গড়ে ফেললেন তিনি। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৭ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
এই তালিকায় রয়েছেন, শ্রীলঙ্কার বোলার অজন্তা মেনডিস, যুজবেন্দ্র চাহাল ও নামিবিয়ার ক্রিকেটার জান ফ্রাইলিঙ্ক। এবার সেই দলে ঢুকে পড়লেন তিনি। দুই ইনিংসের বিরতিতে ওবেদ ম্যাককয় বলেন, ''ভারতীয় দলের বিরুদ্ধে এই রেকর্ড গড়তে পেরে খুব খুশি হয়েছি। পরিকল্পনা করা শুধু নয়, পরিস্থিতি বুঝে তার সঠিক প্রয়োগ করতে হয়।'' শেষ উইকেট এসেছে ডিআরএস নিয়ে। অশ্বিন যে আউট হয়ে গিয়েছেন তা বুঝতেই পারেননি ম্যাককয়। তিনি বলেন, ''আমি বল ব্যাটে লাগার আওয়াজ পাইনি। আমার সতীর্থরা আত্মবিশ্বাসী ছিল। তাই ডিআরএসনিয়ে নি।''
ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই ক্যাপ্টেন রোহিত শর্মার উইকেট হারায় ভারত। একাই ছয় উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওবেদ ম্যাককয়। একটি মেডেন দেওয়ার পাশাপাশি মাত্র ১৭ রান দেন তিনি। ১৩৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। দুটি উইকেট নেন জেসন হোল্ডার। ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব ৬ বলে ১১ তান করে আউট হন তিনি। ১১ বলে ১০ রান করে আউট শ্রেয়াস আইয়ারও।
এরপর অবস্থা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। তবুও ভারতের রান ১৫০ পেরোয়নি। ১২ বলে ২৪ রান করে আউট হন পন্ত। ৩০ বলে ২৭ রান করেন জাদেজা। ৩১ বলে ৩১ রান হার্দিকের। এটাই এই ইনিংসের সর্বোচ্চ রান। রোহিত, সূর্যকুমারের পর পরপর রবীন্দ্র জাদেজা দীনেশ কার্তিক ও অশ্বিনের উইকেট তুলে নেন ম্যাককয়।