Advertisement

India vs West Indies 5th T20I: ফ্লোরিডায় ব্রেন্ডন কিং-এর দাপট, ৬ বছর পর ওঃ ইন্ডিজের কাছে T20 সিরিজ হারল ভারত

শেষ টি২০ ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খোয়াল ভারতীয় দল। ফ্লোরিডায় চতুর্থ টি২০ ম্যাচ জিতে সমতা ফেরালেও রবিবার রাতে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। আট উইকেটে ভারতকে হারাল তারা।

দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2023,
  • अपडेटेड 11:28 AM IST

শেষ টি২০ ম্যাচে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খোয়াল ভারতীয় দল। ফ্লোরিডায় চতুর্থ টি২০ ম্যাচ জিতে সমতা ফেরালেও রবিবার রাতে দাপট দেখালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। আট উইকেটে ভারতকে হারাল তারা।


টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বল হাতে রোমারিও শেফার্ড একাই নিলেন চার উইকেট। হ্যাটট্রিক করার সুযোগও এসে গিয়েছিল ক্যারেবিয়ান ফাস্ট বোলারের সামনে। ৪ ওভারে ৩১ রান দিলেও চার উইকেট পান তিনি। দু’টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার ও আকিল হোসেন। একটা উইকেট রস্টন চেজের। শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় ভারতীয় দল। ফর্মে থাকা যশ্বশী জয়সওয়াল ও শুভমন গিল এদিন ব্যর্থ হলেন। সঠিক সময় ডিআরএস নিলে গিলের উইকেট হারাতে হত না ভারতীয় দলকে।


দারুণ ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। চারটে চার ও তিনটে ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ১৮ বলে ২৭ রান করেন তিলক ভর্মা। এছাড়া কেউই রান পাননি। হার্দিক পান্ডিয়া ১৮ বলে ১৪ রান করে আউট হন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ভারতীয় দল।


জবাবে ব্যাট করতে নেমে আর্শদীপ সিং-এর বলে কাইল মেয়ার্সের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ব্রেন্ডন কিং ৫৫ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। নিকোলাস পুরাণের সঙ্গে তাঁর জুটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩৫ বলে ৪৭ রান করে আউট হন তিনি।সেই দিকে সাই হোপ ১৩ বলে ২২ রানের ইনিংস খেলে ম্যাচ জেতান। ১২ বল বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ক্যারেবিয়ানরা। বারে বারে যদিও সমস্যা করেছিল বৃষ্টি। ভারতের ব্যাটিং-এর সময় দুইবার বৃষ্টির জন্য খেলা বন্ধ করতে হয়। ম্যাচ বন্ধ থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-এর সময়ও। ফলে ম্যাচ শেষ হতে অনেকটা সময় বেশি লাগে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-এর সময়, মাঠের আশেপাশে বাজ পড়তে থাকায় ম্যাচ বেশ কিছুটা সময় বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement


ভারতের হয়ে কুলদীপ যাদব ভালো ভল করলেও উইকেট পাননি। আসলে তাঁর ওভারে ঝুঁকি নেননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। চার ওভারে মাত্র ১৮ রান দেন কুলদীপ।   
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement