Advertisement

IndiaW vs West IndiesW T20 world Cup: পাক বধের পর এবার রিচাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচটি কখন-কোথায় LIVE?

মহিলাদের টি২০ বিশ্বকাপে (T20 Women World Cup 2023)  দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Indian Women Cricket Team)। প্রথম ম্যাচে পাকিস্তানকে (India vs Pakistan) হারানোর পর আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। নিউল্যান্ডসের কেপটাউনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)।

ভারতের মহিলা ক্রিকেট দলভারতের মহিলা ক্রিকেট দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2023,
  • अपडेटेड 1:32 PM IST
  • বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া
  • জিতলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে ভারতের

মহিলাদের টি২০ বিশ্বকাপে (T20 Women World Cup 2023)  দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Indian Women Cricket Team)। প্রথম ম্যাচে পাকিস্তানকে (India vs Pakistan) হারানোর পর আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে টিম ইন্ডিয়া। নিউল্যান্ডসের কেপটাউনে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)।

দারুণ ছন্দে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ম্যাচে রিচা ঘোষ (Richa Ghosh) ও জেমাইমা রড্রিগেজের (Jemimah Rodrigues) দারুণ ব্যাটিং-এ ভর করে সাত উইকেটে জয় পায় ভারতের মেয়েরা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে জিতে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলতে চাইবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর, ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপে নিজেদের আশা বজায় রাখতে চাইবে ওয়েস্ট ইন্ডিজও।

কখন-কীভাবে দেখবেন ম্যাচ?
বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছ'টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। 

আরও পড়ুন

দলে ফিরতে পারেন স্মৃতি মন্ধনা
আঙুলের চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে খেলতে পারেননি স্মৃতি মন্ধনা (Smriti Mandhana)। তবে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন তিনি। এমনটাই জানিয়ে দিয়েছেন ভারতের বোলিং কোচ ট্রয় কোলি। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বোলিং কোচ বলেন, 'চোট কাটিয়ে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছে স্মৃতি। তবে ও খেলবে কি না সেটা আমরা সকালে অনুশীলনের পর সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদী, ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে।'  

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেশ রান দিয়ে ফেলেছিলেন দীপ্তি শর্মা। চার ওভার বল করে ৩৯ রান দিলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর পাশেই দাঁড়াচ্ছে। ট্রয় কোলি বলেন, 'চার ওভারের মধ্যে তিন ওভার পাওয়ার প্লেতে বল করেছে ও। শেষ ওভারটা করেছে ডেথে। আমরা জানি কতটা চাপ থাকে এমন ম্যাচে। এই পরিস্থিতিতে দীপ্তির থেকে ভাল আর কে আছে? ও দারুণ ক্রিকেটার।' 
 

Read more!
Advertisement
Advertisement