Advertisement

Indian Badminton Team: মালয়েশিয়ায় ইতিহাস ভারতের, প্রথমবার সোনা জিতলেন সিন্ধুরা

ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। ভারত দুর্দান্ত পারফর্ম করেছে এবং ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (BATC) সোনা জিতে গিয়েছে। রবিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাল ভারতীয় দল। এবং এই জয়ের ফলে প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। পিভি সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

 পিভি সিন্ধু ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলারা ঐতিহাসিক পদক জিতেছে পিভি সিন্ধু ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলারা ঐতিহাসিক পদক জিতেছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2024,
  • अपडेटेड 3:31 PM IST

ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। ভারত দুর্দান্ত পারফর্ম করেছে এবং ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে (BATC) সোনা জিতে গিয়েছে। রবিবার ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারাল ভারতীয় দল। এবং এই জয়ের ফলে প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। পিভি সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

তবে ব্যাপারটা খুব সহজ ছিল না। জয় দিয়েই অভিযান শুরু করেন দু'বার অলিম্পিকে পদকজয়ী সিন্ধু। মাত্র ৩৯ মিনিটেই ২১-১২, ২১-১২ ব্যবধানে থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংয়ের বিরুদ্ধে জিতে যান তিনি। দ্বিতীয় ম্যাচেও জিতে যায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় গেমে এক সময় ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। সেখানে থেকে দুরন্ত লড়াই করে গেম এবং ম্যাচ ছিনিয়ে নেন গায়ত্রী-জলি জুটি। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁদের জয় ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়।

যদিও এর পর ভারতকে হার দেখতে হয়। অস্মিতা চাহিলা ১১-২১, ১৪-২১ ফলে হেরে যান তাইল্যান্ডের বুসানান ওবামরুংফামের কাছে। দ্বিতীয় ডাবলস ম্যাচেও ভারতকে হারিয়ে ২-২ করে ফেলে থাইল্যান্ড। শেষ ম্যাচে ভারতের হয়ে নামেন বিশ্বের ৪৭২ নম্বর আনমোল। তিনি নম্বর পর্নপিচা চোইকিওংকে ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে দেন। তাঁর জয়ের সঙ্গে সঙ্গে এশীয় ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগে প্রথম বার চ্যাম্পিয়ন হল ভারত। আনমোলের বিশ্ব র‍্যাঙ্কিং ৪৭২, আর চোইকিভং ৪৫ তম স্থানে রয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement