রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবারের আইপিএল-এ (IPL 2023) প্লে অফে উঠতে পারেনি। তবুও আলোচনায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের আইপিএল-এ নবীন উল হকের (Naveen Ul Haq) সঙ্গে বিরাটের কম বিতর্ক হয়নি। আরসিবির ঘরের মাঠে লখনউ-এর (Lucknow Super Giants) জয়ের পর নানা অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল আফগান মিডিয়াম পেসারকে। লখনউ-এর মাটিতে তাদের হারিয়ে প্রতিশোধ নেয় আরসিবি।
এরপর থেকেই দেদার ট্রোল হচ্ছেন নবীন। যেখানেই খেলতে গিয়েছেন সেখানেই শুনতে হয়েছে ‘বিরাট বিরাট’ চিৎকার। আফগান ক্রিকেটারের আচরণে একেবারেই খুশি নন ভারতের ক্রিকেটপ্রেমীরা। বিরাট কম রান করে আউট হলে কিংবা আরসিবি ম্যাচ হারলে ইঙ্গিতপূর্ণ স্টেটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিরাট এক ম্যাচে রান না পাওয়ায় তাঁর আউটের ছবি দিয়ে ‘মিষ্টি আম’ এর ছবি দিয়েছিলেন নবীন। আর এবার এলিমেনেটরে হেরে যাওয়ায়, লখনউ বোলারকেই মিষ্টি আম নিয়ে কটাক্ষ শুনতে হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর নবীনকে ট্রোল করেছেন সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের ফ্যানরাও। বুধবারের ম্যাচেও চিপকের গ্যালারি নবীনকে আওয়াজ দিতে থাকে। উইকেট পাওয়ার পর কানে হাত দিয়ে সেলিব্রেশন করতে দেখা যায় নবীনকে।
এনিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দেওয়ার সময় গাভাস্কার বলেন, ‘এ ভাবে সেলিব্রেশন মানে গ্যালারিকে অপমান করা। তার চেয়ে ভালো পারফর্ম করে দর্শকদের কাছে আবেদন করুক ওকে সমর্থন করতে।‘
এলিমেনেটর ম্যাচে যদিও নিজে দারুণ পারফর্ম করেন নবীন। চার-চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন নবীন। তাতেও হারতে হয় লখনউকে। নবীনের পারফরম্যান্স ছাপিয়ে যান আকাশ মাধওয়াল। মুম্বই-এর এই নয়া তারকা মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ফলে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় লখনউ ইনিংস। এরপরেই নানা ধরনের মন্তব্য করা হতে থাকে আফগান পেসারকে নিয়ে। অনেকেই আবার মনে করছেন, এটাই হয়ত নবীনের শেষ আইপিএল। যদিও ৮ ম্যাচে ১১ উইকেট নেওয়া এই বোলারকে কি বাদ দেওয়ার সাহস দেখাতে পারবেন সঞ্জীব গোয়েঙ্কারা? তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।