Advertisement

Team India: ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া, কবে কোথায় ম্যাচ?

২০২৫ সালে ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। অধিকাংশ ক্ষেত্রেই টেস্ট খেলতে হবে গৌতম গম্ভীরের ছেলেদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আইপিএল শুরু হবে। তারপরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে উড়ে যাবে। লম্বা সেই সফরে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচটি ম্যাচ ভিন্ন ভেন্যুতে খেলা হবে। যার মধ্যে লর্ডসেও একটি টেস্ট ম্যাচ রয়েছে। 

সাসেক্স জুড়ে তার চুক্তি এখন শেষ হয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2024,
  • अपडेटेड 4:55 PM IST

২০২৫ সালে ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। অধিকাংশ ক্ষেত্রেই টেস্ট খেলতে হবে গৌতম গম্ভীরের ছেলেদের। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আইপিএল শুরু হবে। তারপরই ভারতীয় দল ইংল্যান্ড সফরে উড়ে যাবে। লম্বা সেই সফরে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচটি ম্যাচ ভিন্ন ভেন্যুতে খেলা হবে। যার মধ্যে লর্ডসেও একটি টেস্ট ম্যাচ রয়েছে। 

শুরুটা খুব ভাল হয়নি গম্ভীরের

শ্রীলঙ্কা সিরিজ শেষ করে বর্তমানে ছুটিতে রয়েছে ভারতীয় দল। এরপর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আগামী কয়েক মাসে ভারতীয় দলের ঠাসা ক্রীড়া সূচি রয়েছে। যদিও সেই সব সিরিজের অধিকাংশই টেস্ট। তবে নভেম্বরে ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে। বর্ডার-গাভারসকর ট্রফি ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তবে গম্ভীরের সামনেও বেশ চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এখানেই শেষ নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। ফলে এই বছরটা ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলা চলে।  


আজ থেকে ২৭ বছর আগে ভারত ওডিআইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছিল। এবার ফের একবার লজ্জার নজির গড়ল গম্ভীরের শিষ্যরা। যা একেবারেই ভালো চোখে নিচ্ছে না। পরিস্থিতি যে বেশ কঠিন তা বলার অপেক্ষা রাখে না। গম্ভীর নিজেও তা বুঝতে পারছেন। এমনকি, তিনি বোর্ডকে যা শর্ত দিয়েছিলেন সাপোর্ট স্টাফ নির্বাচনের ক্ষেত্রে, শেই শর্তও মেনে নিয়েছে বোর্ড। কিন্তু তারপরও ভারতের এই ধাক্কা স্বাভাবিক ভাবেই একটা চাপের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলা চলে। 

ইংল্যান্ড বনাম ভারত টেস্ট ম্যাচগুলি কোথায় হবে জেনে নিন:- 
প্রথম টেস্ট- ২০ থেকে ২৪ জুন- লিডস 
দ্বিতীয় টেস্ট-২ থেকে ৬ জুলাই- বার্মিংহ্যাম 
তৃতীয় টেস্ট- ১০ থেকে ১৪ জুলাই- লর্ডস 
চতুর্থ টেস্ট-২৩ থেকে ২৭ জুলাই- ম্যাঞ্চেস্টার 
পঞ্চম টেস্ট- ৩১ জুলাই থেকে ৪ আগস্ট- ওভাল

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement