Advertisement

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পিচ-রোলার চুরির গুরুতর অভিযোগ!

জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলের ওপর অন্য ধরনের একটা অভিযোগ তুলল জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। পিচের রোলার চুরির অভিযোগ উঠল এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।

ভারতীয় দলের জার্সি গায়ে পারভেজ রসুল। ফাইল ছবি। সৌজন্য- এএফপি।ভারতীয় দলের জার্সি গায়ে পারভেজ রসুল। ফাইল ছবি। সৌজন্য- এএফপি।
Aajtak Bangla
  • জম্মু,
  • 20 Aug 2021,
  • अपडेटेड 2:07 PM IST
  • রসুলের বিরুদ্ধে চুরির অভিযোগ
  • জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুল
  • পিচ রোলার চুরির অভিযোগ সংস্থার

জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার পারভেজ রসুলের ওপর অন্য ধরনের একটা অভিযোগ তুলল জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন। পিচের রোলার চুরির অভিযোগ উঠল এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। JKCA জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে এই ক্রিকেটারের বিরুদ্ধে। জেকেসিএ-র অন্যতম সেরা একজন ক্রিকেটার পারভেজ। আর তাঁর বিরুদ্ধেই এবার এমন অভিযোগ। শুধু অভিযোগই নয় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতি পাঠিয়ে পারভেজকে বলা হয়েছে, 'জেকেসিএ-র সম্পত্তি আপনার কাছে রয়েছে। আপনি বিশ্বাস ভেঙেছেন। তাই আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো আপনার বিরুদ্ধে। আপনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে। এক সপ্তাহের মধ্যে অ্যাসোসিয়েশনের সম্পত্তি ফিরিয়ে দিন। এক সপ্তাহ আপনাকে সময় দেওয়া হল।'

এই বিষয় নিয়ে পাল্টা বলেছেন পারভেজ রসুলও। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, অ্যাসোসিয়েশন এমনটা করছে কেন জানিনা, কেন এই অভিযোগ সেটাও জানি না। একজন জাতীয় দলের ক্রিকেটার ও জম্মু ও কাশ্মীরের হয়ে এতদিন মন-প্রাণ দিয়ে খেলা ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ ও এমন ব্যবহার কী করে হতে পারে! আমি অবাক।

আরও পড়ুন


বিসিসিআই-র মনোনিত জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চালানোর জন্য নিযুক্ত তিন সদস্যের মধ্যে এক সদস্য অনিল গুপ্তা এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি বলেছেন, 'এই ঘটনাকে সম্পূর্ণ রুপে একটা অন্য জায়গা দেওয়া হচ্ছে। এটা আমাদের উদ্দেশ্য নয়, আমরা প্রতিটি জেলা সংস্থা ও ক্রিকেটারদের এই নোটিশ দিয়েছি। কারণ তাঁদের অনেকের কাছে অ্যাসোসিয়েশনের অনেক জিনিস-পত্র রয়েছে। সেগুলি এবার ফেরত নেওয়ার সময় চলে এসেছে। পারভেজকেও আমরা চিঠি দিয়েছি। তবে তিনি খারাপ পেয়েছেন। আমরা সবাইকেই এই চিঠি দিয়েছি। এটা নিয়ে এতটা বেশি না বললেও চলে।' অ্যাসোসিয়েশনের অডিট রিপোর্ট তৈরি হবে। ফলে সেই কারণেই নাকি এমনটা করা হয়েছে। আর উদ্দেশ্যপূর্ণ ভাবে পারভেজ রসুলকে অসম্মান করার জন্য এমনটা করা হয়নি বলেই জানানো হয়েছে সংস্থার তরফে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement