Advertisement

Indian Football Team Coach: ইস্টবেঙ্গলে অত্যন্ত সফল, ভারতীয় দলেরও কোচের দৌড়েও সেই ব্রিটিশ

ভারতীয় ফুটবল (Indian Football Team Coach) দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন ট্রেভর জেমস মরগ্যান (Trevor James Morgan)। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে দারুণ সাফল্য পাওয়া মরগ্যান নিজেই এ কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, 'এটা এমন একটি পদ যা পেলে আমি খুশি হব। তাই আমি আবেদন করেছি।' ইগর স্টিম্যাচ (Igor Stimac) বিদায়ের পর কোচ নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতের ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তাতে সাড়া দিয়েই আবেদন করেছেন লাল-হলুদের এক সময়ের হেডস্যার। 

ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jun 2024,
  • अपडेटेड 10:29 AM IST

ভারতীয় ফুটবল (Indian Football Team Coach) দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন ট্রেভর জেমস মরগ্যান (Trevor James Morgan)। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে দারুণ সাফল্য পাওয়া মরগ্যান নিজেই এ কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, 'এটা এমন একটি পদ যা পেলে আমি খুশি হব। তাই আমি আবেদন করেছি।' ইগর স্টিম্যাচ (Igor Stimac) বিদায়ের পর কোচ নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতের ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তাতে সাড়া দিয়েই আবেদন করেছেন লাল-হলুদের এক সময়ের হেডস্যার। 

ভারতীয় ক্লাব ফুটবলে শুধু ইস্টবেঙ্গল নয়, ট্রেভর মরগ্যান কোচিং করিয়েছেন কেরল ব্লাস্টার্সেও। ইস্টবেঙ্গলের হয়ে আই লিগ জিততে না পারলেও, ২ বার ফেডারেশন কাপ, কলকাতা লিগ সহ অনেক ট্রফি জিতেছেন মরগ্যান। তিনি ভারতীয় ফুটবল খুব ভালভাবেই জানেন। বর্তমানে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলের কোচিং করানো এই কোচ ভারতীয় দলের দায়িত্ব পেলে তাই অবাক হওয়ার কিছু নেই। 

ট্রেভর মরগ্যান

ইস্টবেঙ্গলে এই ব্রিটিশ কোচের সাফল্যের হার ছিল ৬৫ শতাংশ।  যা লাল-হলুদের কোনও কোচের নেই। দলের সমর্থকদের মধ্যে তিনি এখনও খুব জনপ্রিয়। তাঁর হাত ধরে উঠে আসা গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu), নিখিল পূজারিরা (Nikhil Poojary) ভারতীয় ফুটবলে এখন বড় নাম। সেই কারণেই ভারতীয় ক্লাব ফুটবলেও মরগ্যানের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তবে শুধু ইস্টবেঙ্গলকে সাফল্য দেওয়া নয়, আইএসএলে কেরালা ব্লাস্টার্সকে রানার্সও করেছিলেন তিনি। সামলেছেন ভুটানের জাতীয় দলের দায়িত্বও।  ফলে তিনি যে জাতীয় দলের কোচিং করানোর পক্ষে উপযুক্ত সে ব্যাপারে সন্দেহ নেই। 

তবে প্রায় বছর দশেক মরগ্যান সিনিয়র কোনও দলের কোচিংয়ে নেই।  অন্তত ভারতীয় ক্লাব ফুটবলে তো নয়ই। তবে সব কিছুই ফেডারেশনের টেকনিক্যাল কমিটি বিচার করবে। তবে এই মুহূর্তে মরগ্যান ভারতে ফিরতে আগ্রহী সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে এবার কোনও ক্লাব দল নয়, একেবারে জাতীয় দলের বস হিসেবে কাজ করতে চান। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement