Advertisement

Indian Football Team Coach: ভারতীয় দলের কোচ হতে আবেদন ISL চ্যাম্পিয়ন কোচের, কবে নাম ঘোষণা?

মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) আইএসএল (ISL) চ্যাম্পিয়ন করা আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) কি এবার ভারতীয় দলের (Indian Football Team) দায়িত্বে? এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, গুরপ্রীত সিং সান্ধুদের (Gurpreet Singh Sandhu) কোচ হওয়ার জন্য আবেদন করেছেন হাবাস। জুলাই মাসের শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মোহনবাগান কোচ হিসেবে ইস্তফা দেওয়ার সময়, হাবাস পরিবারকে সময় দেওয়া ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। তা হলে এবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন কী করে? তা নিয়েই প্রশ্ন উঠছে।

Indian Football TeamIndian Football Team
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2024,
  • अपडेटेड 1:12 PM IST

মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) আইএসএল (ISL) চ্যাম্পিয়ন করা আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) কি এবার ভারতীয় দলের (Indian Football Team) দায়িত্বে? এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, গুরপ্রীত সিং সান্ধুদের (Gurpreet Singh Sandhu) কোচ হওয়ার জন্য আবেদন করেছেন হাবাস। জুলাই মাসের শেষে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মোহনবাগান কোচ হিসেবে ইস্তফা দেওয়ার সময়, হাবাস পরিবারকে সময় দেওয়া ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। তা হলে এবার ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন কী করে? তা নিয়েই প্রশ্ন উঠছে।

কোচ হিসেবে ভারতের মাটিতে দারুণ সফল হাবাস
হাবাস আইএসএলে ২ বার এটিকে-কে চ্যাম্পিয়ন করেছেন। মোহনবাগানের সঙ্গে এটিকে যোগ দেওয়ার পর সবুজ-মেরুন হাবাসের কোচিংয়ে গতবার আইএসএল লিগ শিল্ড জিতেছে। তবে ফাইনালে হেরে যাওয়ায় আইএসএল ট্রফি জেতা হয়নি। শুধু এটিকে বা মোহনবাগান সুপার জায়েন্ট নয়, এই স্প্যানিশ কোচ কাজ করেছেন পুনে সিটি এফসি-র হয়েও। ফলে হাবাস যে ভারতীয় ফুটবলকে হাতের তালুর মত চেনেন। তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জাতীয় দলে এর আগেও কোচিং করিয়েছেন হাবাস। এর আগে বলিভিয়া জাতীয় দলের কোচ ছিলেন তিনি। স্পেনের কিছু ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে হাবাসের। সেই কারণে তাঁকে ভারতীয় ফুটবল কোচ হওয়ার বড়ো দাবিদার বলা হচ্ছে।
কেন ইগর স্টিম্যাচকে সরাল ফেডারেশন?
ভারতীয় দল ইগর স্টিম্যাচের (Igor Stimac) কোচিং-এ ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হয়। দ্বিতীয় রাউন্ড থেকে তৃতীয় রাউন্ডে পৌঁছাতে পারেনি তারা। সেই কারণেই তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় এআইএফএফ (All India Football Federation)। এরপর ফেডারেশনের সঙ্গে বিবাদে জড়ান স্টিম্যাচ। দেশে ফিরে গিয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করে একের পর এক ক্ষোভ উগরে দেন তিনি। তার জবাবও দেয় এআইএফএফ (AIFF)। 

কবে ভারতীয় দলের কোচের নাম ঘোষণা?
ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রচুর আবেদন পত্র ইতিমধ্যেই জমা পড়েছে দিল্লির ফুটবল হাউসে। তবে কে দায়িত্ব নেবেন তা এখনও ঠিক করে উঠতে পারেনি এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির সদস্যরা। আশা করা হচ্ছে, এই মাসের শেষেই কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে ফেডারেশন। 
        

Advertisement
Read more!
Advertisement
Advertisement