Advertisement

Indian Football Team: এশিয়া কাপে হারের হ্যাটট্রিক, ছিটকে গিয়েও কোচ স্টিমাচের অজুহাত...

বৃহস্পতিবার রাতে ফের ভরাডুবি ভারতীয় ফুটবলের (Indian Football)। গোটা দেশের একটাই স্বপ্ন ছিল। চলতি এফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। কিন্তু সব  স্বপ্ন, আশা, বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার পর, একবুক আশা নিয়েই উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী, শুভাশীষ বোসরা। বৃহস্পতিবার দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রায় ৪০,০০০ ভক্ত মাঠে এসেছিলেন সুনীলদের হয়ে গলার ফাটাতে। যাদের বেশিরভাগই ছিলেন ভারতীয়। কিন্তু তাদের সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল। কোচ ইগর স্টিমাচ দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

হতাশ সুনীল
Aajtak Bangla
  • দোহা,
  • 24 Jan 2024,
  • अपडेटेड 3:42 PM IST
  • পরপর তিন ম্যাচ হারল ভারত
  • এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন সুনীলরা

বৃহস্পতিবার রাতে ফের ভরাডুবি ভারতীয় ফুটবলের (Indian Football)। গোটা দেশের একটাই স্বপ্ন ছিল। চলতি এফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। কিন্তু সব  স্বপ্ন, আশা, বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার পর, একবুক আশা নিয়েই উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুনীল ছেত্রী, শুভাশীষ বোসরা। বৃহস্পতিবার দোহার আহমেদ বিন আলি স্টেডিয়ামে প্রায় ৪০,০০০ ভক্ত মাঠে এসেছিলেন সুনীলদের হয়ে গলার ফাটাতে। যাদের বেশিরভাগই ছিলেন ভারতীয়। কিন্তু তাদের সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল। কোচ ইগর স্টিমাচ দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আমরা ভক্তদের হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু এই মুহূর্তে আমাদের বেঁচে থাকতে হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমি দুঃখিত যে ম্যাচে আমরা হেরে গেছি। কিন্তু দয়া করে ছেলেদের সমর্থন করতে থাকুন। তারা বছরের শেষে আপনাদের অনেক সুখ উপহার দেবে।' ভারতের জন্য এশিয়ার শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে এই ম্যাচগুলি থেকে অনেক শেখার অভিজ্ঞতা রয়েছে। সুনীল ছেত্রীর কথায়, 'গত পাঁচ বছরে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের। বিশেষ করে যখন আপনি এই ধরনের দলে খেলেন। উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলা কখনোই সহজ নয়। আমাদের যা কিছু ছিল সবটাই আমরা দিয়েছি। প্রথমার্ধে এমন কিছু ভুল করেছি যার মূল্য চকতে হয়েছে আমাদের। আমাদের এখন কোথায় কোথায় উন্নতি করতে হবে সেগুলো খুঁজে বের করতে হবে।'

এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলতে গেলে অনেক চাহিদা থাকে।  'তারা আমাদের চেয়ে অনেক বেশি ক্লিনিকাল ছিল।  আমাদের যা সমস্যা ছিল আমারা নিজেরাই তৈরি করেছি। আমরা তাদের সুযোগ নিতে দিয়েছি, পার্থক্যটা এখানেই।' 

Advertisement

স্টিমাচ বলেন, 'সামগ্রিকভাবে, ছেলেরা দুর্দান্ত খেলেছে। তারা ভালোভাবে ট্রেনিং করেছে এবং শৃঙ্খলা বজায় রেখেছে। কিন্তু এই পর্যায়ে, যদি উজবেকিস্তানের মতো প্রতিপক্ষকে সময় বা জায়গা দেন, তারা আপনাকে মেরে ফেলবে। আমাদের নিজেদের নিয়ে কাজ করতে হবে, দ্রুত নিজেদের ভুলত্রুটি সংশোধন করতে হবে। সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জেতার জন্য তৈরি হতে হবে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement