আইপিএল-এ (IPL 2023) চিয়ার লিডারদের উপর হওয়া অত্যাচারের কথা নিজের ব্লগে লিখে আলোড়ন ফেলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার চিয়ারলিডার গ্যাব্রিয়েলা পাসকোয়ালোট্টো (Gabriella Pasqualotto)। ম্যাচের শেষে পার্টিতে ক্রিকেটারদের আচরণ নিয়ে ব্লগ লিখে। আইপিএল তাঁকে সরিয়ে দেয়। এই অভিযোগে তোলপাড় হয়েছিল কোটি টাকার লিগ।
কী অভিযোগ করেছিলেন গ্যাব্রিয়েলা?
গ্যাব্রিয়েলার অভিযোগ ছিল আইপিএল-এর ম্যাচের পর পার্টিতে বিভিন্ন সময় নিগ্রহের শিকার হন চিয়ার লিডাররা (Cheerleader)। এ নিয়ে এর আগে কানাঘুশো শোনা গেলেও কেউই মুখ খোলেননি বাতিল হয়েছে যাওয়ার ভয়ে। গ্যাব্রিয়েলা এই অভিযোগ সামনে আনার পর তাঁকেও দক্ষিণ আফ্রিকা (South Africa) পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিন-কে অভিযোগের কথা জানিয়েছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। উল্টে তাঁর চাকরি চলে যায়। দক্ষিণ আফ্রিকায় ফিরে আসতে হয়। দেশে ফিরে তিনি বলেন, 'আমার সঙ্গে উল্টে ক্রিমিনালদের মতো ব্যবহার করা হয়।'
আরও পড়ুন: IPL-এ নতুন নিয়ম, খেলা ঘুরিয়ে দিচ্ছেন যে সব ইমপ্যাক্ট প্লেয়াররা
বরাবরই আইপিএল-এ খেলা ক্রিকেটারদের সঙ্গে চিয়ারলিদারদের সম্পর্কের কথা শোনা যায়। অনেক ক্ষেত্রেই ক্রিকেটাররা এই সম্পর্কের কথা স্বীকার করেন না। যদিও ক্রিকেটার মহম্মদ শামিও কেকেআর-এর চিয়ারলিডার হাসিন জাহানের প্রেমে পড়েছিলেন। হাসিনের সঙ্গে বিয়েও হয় শামির। তবে তাঁরা বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছেন। চিয়ার লিডারদের নিয়ে আইপিএল-এ অনেক বিতর্ক হয়েছে।
শুধু চিয়ার লিডারদের নিয়ে নয়, বিতর্ক হয়েছে স্পট ফিক্সিং নিয়েও। এর জেরে বেশ কয়েকজন ক্রিকেটারের কেরিয়ারও শেষ হয়ে যায়। যদিও যৌন হেনস্থার অভিযোগ সবসময়ই গুরুতর। তবুও সেই বিষয়কে গুরুত্বই দেয়নি বিসিসিআই। এমনটাই অভিযোগ এনেছেন দক্ষিণ আফ্রিকার চিয়ার লিডার গ্যাব্রিয়েলা।
আরও পড়ুন: 'ফ্যান হয়ে গিয়েছি...' রিঙ্কুর ব্যাটিয়ে বিভোর লিটন
চিয়ারলিডার হতে গেলে কী যোগ্যতা লাগে?
চিয়ারলিডার হতে গেলে আলাদা করে কোনও পড়াশোনা লাগে না। নিজেকে ছিপছিপে রাখতে হবে। মনে রাখতে হবে, দর্শকের মনোরঞ্জন করাই তাঁদের আসল কাজ। তবে ইংরেজি বলার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। শুধু মেয়েরা নন, ছেলেরাও চিয়ারলিডার হতে পারেন। তবে সাধারণভাবে আইপিএল-এর ক্ষেত্রে মহিলারাই চিয়ারলিডার হন।