Advertisement

India vs Pakistan: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আসছে, কবে ও কীভাবে দেখবেন?

সাত বছর পর ফের শুরু হচ্ছে হংকং সুপার সিক্স (Hong Kong Super Six)। আর সেখানেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান (India vs Pakistan)। বাংলার দুই ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলছেন ভারতীয় দলের (Team India) হয়ে। আর দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। মূলত প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। শুরু থেকেই বেশ জনপ্রিয় এই টুর্নামেন্ট। এর আগেও ভারতের অনেক তারকা এই টুর্নামেন্টে খেলেছেন। সেই তালিকেয় রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkaar), ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) মতো তারকারা।

ভারত-পাকিস্তান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2024,
  • अपडेटेड 12:58 PM IST

সাত বছর পর ফের শুরু হচ্ছে হংকং সুপার সিক্স (Hong Kong Super Six)। আর সেখানেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান (India vs Pakistan)। বাংলার দুই ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলছেন ভারতীয় দলের (Team India) হয়ে। আর দলের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। মূলত প্রাক্তন ক্রিকেটারদের নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। শুরু থেকেই বেশ জনপ্রিয় এই টুর্নামেন্ট। এর আগেও ভারতের অনেক তারকা এই টুর্নামেন্টে খেলেছেন। সেই তালিকেয় রয়েছেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkaar), ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) মতো তারকারা।

কবে পাকিস্তানের সঙ্গে ম্যাচ ভারতের?
১ নভেম্বর ভারতের খেলা পড়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ১২টি দেশ এবারের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতীয় দলে রবিন উথাপ্পা ছাড়াও দলে রয়েছেন ভরত চিপলি, কেদার যাদব, মনোজ তিওয়ারি, শাহবাজ নাদিম, শ্রীবৎস গোস্বামী ও স্টুয়ার্ট বিনি। বাংলার ২ প্রাক্তনী মনোজ ও শ্রীবৎস এবারের টুর্নামেন্টে খেলছেন। ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর অবধি চলবে এই টুর্নামেন্ট। 

কখন কীভাবে দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ?
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে নানা বিতর্ক চলছে। তবে এর মধ্যেই ফের মুখোমুখি হতে চলেছে বিশ্ব ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। যা নিয়ে উন্মাদনার পারদ যে চড়বে তা বলাই বাহুল্য। খেলাগুলি সম্প্রচার হবে স্টার স্পোর্টসে। ভারত-পাকিস্তান ম্যাচ ১ নভেম্বর শুরু হং কংয়ের সময় বেলা ২টোয়।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা একটা উত্তেজনা। ক্রিকেটার যারাই হোক না কেন, বিশ্বের যে কোনও প্রান্তে এই ম্যাচ হলেই তার আপডেট নেওয়ার জন্য সমস্ত ক্রিকেটপ্রেমী মুখিয়ে থাকেন। রাজনৈতিক কারণ হোক বা ক্রিকেটীয় রেষারেষি, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনার। আইসিসি ইভেন্টে এখনও অবধি মাত্র একবার পাকিস্তান ভারতকে হারাতে পেরেছে। এটা আইসিসি ইভেন্ট না হলেও, সাম্প্রতিক কালে বেশ সমস্যায় রয়েছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে ও প্রথম টেস্টে হারতে হয়েছে তাদের।   
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement