Advertisement

​​​​​​​Davis Cup 2025: ডেভিস কাপে ইতিহাস ভারতের, সুইজারল্যান্ডকে হারিয়ে ৩২ বছর পর কোয়ালিফায়ারে প্রবেশ

​​​​​​​Davis Cup 2025: ম্যাচটি আয়োজিত হয়েছিল সুইজারল্যান্ডের বার্ন শহরে। প্রথম দিনে দুই এককে জয় এনে দেন সুমিত নাগল ও অভিষেক করা সুরেশ ধক্ষিণেশ্বর। নাগল স্ট্রেট সেটে হারান মারক-আন্দ্রেয় হুয়েসলারকে (৬-৩, ৬-৩)। অপর ম্যাচে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পাওয়া সুরেশ ৬-৩, ৬-৩ ফলে হারান জেরোম ক্যম-কে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 11:43 PM IST

Davis Cup 2025: ডেভিস কাপে নজির গড়ল ভারতীয় টেনিস দল। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-1 ব্যবধানে জয় পেয়ে আগামী বছরের কোয়ালিফায়ার রাউন্ডে পৌঁছে গেল ভারত। ৩২ বছর পর ইউরোপের কোনও শক্তিশালী দলকে তাদের মাটিতে হারাল ভারত।

ম্যাচটি আয়োজিত হয়েছিল সুইজারল্যান্ডের বার্ন শহরে। প্রথম দিনে দুই এককে জয় এনে দেন সুমিত নাগল ও অভিষেক করা সুরেশ ধক্ষিণেশ্বর। নাগল স্ট্রেট সেটে হারান মারক-আন্দ্রেয় হুয়েসলারকে (৬-৩, ৬-৩)। অপর ম্যাচে রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পাওয়া সুরেশ ৬-৩, ৬-৩ ফলে হারান জেরোম ক্যম-কে।

এরপর দ্বিতীয় দিনে ডাবলসে হার মানে ভারতের জুটি রামকুমার রামানাথন ও সাকেত মায়েনি। তবে শেষ দিনে ফের নাগল নিজের দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে ৩-১ ব্যবধানে জয় এনে দেন।

আরও পড়ুন

এই জয়ের ফলে ২০২5 সালের ডেভিস কাপ কোয়ালিফায়ারে প্রবেশ নিশ্চিত করল ভারত। সেখানে জয় পেলে ফের ওয়ার্ল্ড গ্রুপ পর্যায়ে ওঠার সুযোগ পাবে দল।

ডেভিস কাপে এটি ভারতের বিরল জয়। শেষ বার ১৯৯৩ সালে ফ্রান্সকে তাদের মাঠে হারিয়েছিল ভারত। এরপর এতদিন ইউরোপের কোনও দেশে গিয়ে জয় আসেনি। ফলে এই সাফল্য ভারতীয় টেনিসের জন্য ঐতিহাসিক বলে মনে করছে ক্রীড়ামহল।

সফল অভিষেক করে চমক দিয়েছেন সুরেশ। মাত্র ২১ বছর বয়সে দেশের হয়ে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দেওয়া তার কেরিয়ারের বড় মাইলফলক। ম্যাচের পর সুরেশ বলেন, ‘‘স্বপ্নের মতো লাগছে। দেশের হয়ে খেলতে পারাই বড় সম্মান।’’

এই জয়ের পর ভারতীয় কোচ ও খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন। পরবর্তী রাউন্ডে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত, তা ঠিক হবে ড্রয়ের পরে।

Read more!
Advertisement
Advertisement