Advertisement

Inter Kashi: ফুটবলেও হিন্দুত্ব? মন্দির-তিলক নিয়ে ময়দানে ফিরছে 'অ্যাটলেটিকো'

কলকাতা থেকে আরও একটা ক্লাব আই লিগে (I League) খেলার জন্য দরপত্র তুলতে পারে বলে শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, উল্কার মতো উঠে আসা ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor Club) আই লিগের দরপত্র তুলেছে। তবে সেই খবর যে সঠিক নয়, তা জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে শেষ অবধি দেখা গেল, আই লিগের জন্য বিড তুলল কাশির ক্লাব। তবে এর সঙ্গে যোগ রয়েছে কলকাতারও।

ইন্টার কাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2023,
  • अपडेटेड 4:34 PM IST
  • ময়দানে ফিরছে অ্যাটলেটিকো
  • উত্তরপ্রদেশের ক্লাব খেলেতে পারে আই লিগে

কলকাতা থেকে আরও একটা ক্লাব আই লিগে (I League) খেলার জন্য দরপত্র তুলতে পারে বলে শোনা যাচ্ছিল। মনে করা হচ্ছিল, উল্কার মতো উঠে আসা ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbor Club) আই লিগের দরপত্র তুলেছে। তবে সেই খবর যে সঠিক নয়, তা জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে শেষ অবধি দেখা গেল, আই লিগের জন্য বিড তুলল কাশির ক্লাব। তবে এর সঙ্গে যোগ রয়েছে কলকাতারও।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) ইন্টার এসক্যালডেস এবং এফসি এন্ডোরা এই তিনটি ক্লাবের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে কাশির এই নতুন ক্লাবটি। সূত্র মারফত খবর ইন্টার কাশি ফুটবল দলটি ইতিমধ্যেই আই লিগের জন্য বিড পেপার জমা দিয়েছে। আগামী ৫ই জুলাই বিড পেপারের ফলাফল জানা যাবে। মূলত উত্তর প্রদেশের বারানসি শহরকে কেন্দ্র করেই ইন্টার কাশি ক্লাব কাজ করবে। ক্লাবের লোগো প্রকাশিত হল বৃহস্পতিবার। সেই লোগোতে দেখা গেল অভিনবত্বের ছোঁয়া। হিন্দু মন্দিরের ছবি যেমন এই লোগোতে দেখা যাচ্ছে, তেমনি দেখা যাচ্ছে শিবের তিলকও। 

বারানসি হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান। কাশি শহরকেও বলা হয়, গোটা বিশ্বের অন্যতম পুরনো শহর। সেই শহরই এবার মাতবে ফুটবলে। উত্তর প্রদেশকে কেন্দ্র করে এর আগে পর্যন্ত কোন ফুটবল দল ছিল না। ফলে আগামী দিনে এই দলকে কেন্দ্র করে বারানসি শহর থেকে আরও নতুন বেশ কিছু ফুটবলারকে উঠে আসতে দেখা যেতে পারে। আশা করা যায় ইন্টার কাশির আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবল আরও এক ধাপ এগিয়ে যাবে।
জামসেদপুর এফসি-র প্রাক্তন কোচ কার্লোস সান্তামারিনাকে সই করিয়েছে ইন্টার কাশি। অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগেও ভারতীয় ফুটবলে ছিল। কলকাতার দলের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথম কয়েকবছর এটিকে নামে খেলেছিল তারা। আর এবার তারা ইন্টার কাশির সঙ্গে খেলবে। 

Advertisement

যদিও তারা, এই মরশুমেই যে আই লিগ খেলতে পারবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে নিজেদের মতো করে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে কাশির ক্লাব। এর আগেও দেখা গিয়েছিল, মিনার্ভা পঞ্জাব এফসি ও রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি আই লিগে খেলতে। দুই দলই একবার করে চ্যাম্পিয়নও হয়ে গিয়েছে। এবার কাশির ক্লাব এই পথে হাঁটতে পারে কিনা সেটাই এখন দেখার।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement