এ কী হাল চেন্নাই সুপার কিংসের! কথায় আছে, ক্যাচ মিস করলে নাকি ম্যাচটাও হাতের বাইরে বেরিয়ে যায়। আজ তারই প্রত্যক্ষ প্রমান দেখতে পাওয়া গেল। ১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।
১৮.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্কাস স্টোয়েনিস। ৯ বলে তিনি ১৪ রান করলেন।
উইকেটে রয়েছেন মার্কাস স্টোয়েনিস - ৪ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নিলেন।
অল্পের জন্য শতহার হাতছাড়া করলেন শিখর ধাওয়ান। আজ তিনি ৫৪ বলে ৮৫ রান করে ফিরে গেলেন। ১০টি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪। ১৬.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে LBW হয়ে তাঁকে ফিরতে হয়।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭৭ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭২ এবং ঋষভ পান্থ - ৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ১২ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৬ এবং ঋষভ পান্থ - ০। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৩ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন। সবথেকে বড় কথা, ওপেনিং পার্টনারশিপটা ভাঙলেন।
অবশেষে ফিরে যেতে হচ্ছে পৃথ্বী শ"কে। আজ তিনি ৩৮ বলে ৭২ রান করেন। দুটো ক্যাচে জীবনদান পেলেও, তৃতীয়বার হাত ছাড়া করলেন না মইন আলি। ব্রাভোর বল শটটা মারতে গিয়ে কিছুটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। সেকারণে শটটা বাউন্ডারি টপকালো না। পৃথ্বী আজ ৯টা বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৮৯.৪৭।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৪ এবং পৃথ্বী শ - ৭১। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬২ এবং পৃথ্বী শ - ৫৯। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৮ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৫৬ এবং পৃথ্বী শ - ৫৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিলেন।
৩৫ বলে নিজের হাফসেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। এগিয়ে এসে করমর্দন করলেন পৃথ্বী শ।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৪৬ এবং পৃথ্বী শ - ৫২। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৩ রান দিলেন। |
আজ ২৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন পৃথ্বী শ। দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৮ এবং পৃথ্বী শ - ৪৭। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ১১ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৪ এবং পৃথ্বী শ - ৪০। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩২ এবং পৃথ্বী শ - ৩৮। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৯ এবং পৃথ্বী শ - ৩৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৭ এবং পৃথ্বী শ - ৩১। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২২ এবং পৃথ্বী শ - ১৯। এই ওভারে বল করলেন স্যাম কারেন। তিনি ১৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ১০ এবং পৃথ্বী শ - ১৪। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ৮ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৯ এবং পৃথ্বী শ - ৭। এই ওভারে বল করলেন স্যাম কারেন। এই ওভারে তিনি ৭ রান দিলেন। |
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৪ এবং পৃথ্বী শ - ৫। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ৯ রান দিলেন।
ব্যাট করতে নামলেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।
ব্যাট করতে নামলেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান।
আশা করা যেতেই পারে যে এই রানটা নিয়ে যথেষ্ট খুশি হবে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮০-র ওপর রান তুলে ফেলতে পারলেই যথেষ্ট স্বস্তিতে থাকতে পারা যায়। আজ চেন্নাই সুপার কিংস ছ'উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে। পাওয়ার প্লে চলাকালীন যেখানে ৩৩ রানে জোড়া উইকেটের পতন হয়েছিল, সেই জায়াগায় এটা অবশ্যই একটা বড় স্কোর। তবে এর পিছনে সুরেশ রায়নার একটা অসাধারণ ভূমিকা রয়েছে। রায়না আজ ৩৬ বলে ৫৪ রান করেন। এবার দিল্লি ক্যাপিটালস কোন পরিকল্পনায় এই রান তাড়া করতে নামে এখন সেটাই দেখার।
উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা - ২৬। বল করলেন ক্রিস ওকস। এই ওভারে তিনি ১০ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন।
১৯.৬ ওভারে ক্রিস ওকসের বলে বোল্ড হয়ে গেলেন স্যাম কারেন। আজ তিনি ১৫ বলে ৩৪ রান করেন। চারটে চার এবং দুটো ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ২২৬.৬৬।
উইকেটে রয়েছেন স্যাম কারেন -২৯ এবং রবীন্দ্র জাদেজা - ২১। বল করলেন টম কারেন। এই ওভারে তিনি ২৩ রান দিলেন।
উইকেটে রয়েছেন স্যাম কারেন -১২ এবং রবীন্দ্র জাদেজা - ১৬। বল করলেন আভেস খান। এই ওভারে তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন স্যাম কারেন -১০ এবং রবীন্দ্র জাদেজা - ১৩। বল করলেন টম কারেন। এই ওভারে তিনি ৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন স্যাম কারেন -৫ এবং রবীন্দ্র জাদেজা - ১১। বল করলেন আভেস খান। এই ওভারে তিনি ৭ রান দিয়ে জোড়া উইকেট তুলে নিলেন।
১৫.৩ ওভারে আভেস খানের বলে প্লেইড অন হয়ে বোল্ড হলেন মহেন্দ্র সিং ধোনি। ২ বল খেললেও তিনি রানের খাতা খুলতে পারেননি।
১৫.১ ওভারে রান আউঠ হয়ে গেলেন সুরেশ রায়না। আজ একটা অসাধারণ হাফ সেঞ্চুরি করলেন তিনি। ৩৬ বলে ৫৪ রান করে তাঁকে ফেরত যেতে হল। তিনটে চার এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫০।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৫৪ এবং রবীন্দ্র জাদেজা - ৯। বল করলেন মার্কাস স্টোয়েনিস। এই ওভারে তিনি ১২ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৫২ এবং রবীন্দ্র জাদেজা - ০। বল করলেন টম কারেন। এই ওভারে তিনি ৭ রান দিয়ে একটা উইকেট নিলেন।
১৩.৫ ওভারে টম কারেনের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন অম্বাতি রায়াডু। আজ তিনি ১৬ বলে ২৩ রান করেন। একটা বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৩.৭৫।
১3 ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১১৭-৩। উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৫০ এবং অম্বাতি রায়াডু - ১৮। বল করলেন মার্কাস স্টোয়েনিস। এই ওভারে তিনি ১৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৪৩ এবং অম্বাতি রায়াডু - ০। বল করলেন অমিত মিশ্রা। এই ওভারে তিনি ১৭ রান দিলেন। শুরু হয়েছে হালকা বৃষ্টি। ফলে সব মশলাই রয়েছে।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ২৭ এবং অম্বাতি রায়াডু - ১০। বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই ওভারে তিনি ১০ রান দিলেন। রবিচন্দ্রন অশ্বিনের পরিসংখ্যান ৪-০-৪৬-১।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ২৫ এবং অম্বাতি রায়াডু - ২। বল করলেন অমিত মিশ্রা। এই ওভারে তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ২২ এবং অম্বাতি রায়াডু - ০। বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই ওভারে তিনি ১৮ রান দিয়ে একটা উইকেট নিলেন।
পরপর দুটো ছক্কা হাঁকানোর পর ৮.৩ ওভারে অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন মইন আলি। কিন্তু শিখর ধাওয়ানের হাতে তিনি জমা পড়লেন। আজ মইন ২৪ বলে ৩৬ রান করলেন। চারটে চার এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৫০।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ১৬ এবং মইন আলি - ২৪। বল করলেন অমিত মিশ্রা। এই ওভারে তিনি ৫ রান দিলেন।
আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে শততম ম্যাচ খেলতে নেমেছেন অমিত মিশ্রা। ১৫০টি ম্যাচে ১৬০টি উইকেট নিয়েছেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ১৫ এবং মইন আলি - ২০। বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই ওভারে তিনি ১০ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ১৪ এবং মইন আলি - ১১। বল করলেন টম কারেন। এই ওভারে তিনি ৩ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ১২ এবং মইন আলি - ১০। বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। এই ওভারে তিনি ১০ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৪ এবং মইন আলি - ৯। বল করলেন আভেস খান। এই ওভারে তিনি ৯ রান দিলেন।
উইকেটে রয়েছেন সুরেশ রায়না - ৪ এবং মইন আলি - ০। বল করলেন ক্রিস ওকস। এই ওভারে তিনি ৪ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন।
২.১ ওভারে ক্রিকস ওকসের বলে আউট হলেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর ব্যাটের কানা লেগে বল স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন শিখর ধাওয়ান। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ঋতুরাজ ৮ বলে ৫ রান করেন। তিনি একটি বাউন্ডারি হাঁকিয়েছেন।
উইকেটে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় - ৫ এবং মইন আলি - ০। বল করলেন আভেস খান। এই ওভারে তিনি ২ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন।
শুরুতেই ফিরে গেলেন ফাফ ডু'প্লেসি। বোলার তরুণ আভেস খান। ১.৪ ওভারে আভেসের ইনডাকারে পরাস্ত হলেন ডু'প্লেসি। বল তাঁর সামনের পায়ের প্যাডে লাগে। ০ রানে ফিরতে হল ডু'প্লেসিকে। মাঠে নামলেন মইন আলি।
উইকেটে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় - ৫ এবং ফাফ ডু'প্লেসি - ০। বল করলেন ক্রিস ওকস। এই ওভারে তিনি পাঁচ রান দিলেন।
চেন্নাইয়ের হয়ে ব্যাট করতে নামলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু'প্লেসি।
অসাধারণ, চেন্নাই সুপার কিংস দলে অসাধারণ ব্যাটিং গভীরতা রয়েছে। আর সেকারণেই তারা চহ্বারকে ১১ নম্বরে রেখেছে। রাজস্থানের হয়ে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওপেন করেছিল। এমনকী ২০১৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনি ওপরের দিকে ব্যাট করতে নামে। আজ কি দলের ব্যাটসম্যানদের থেকে আলাদা সুবিধে পাবে চেন্নাই?
শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্কা রাহানে, ঋষভ পান্থ (উইকেটকিপার এবং অধিনায়ক), মার্কাস স্টোয়েনিস, শিমরন হেটমায়ার, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, টম কারেন, অমিত মিশ্রা, আভেস খান।
ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু'প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার এবং অধিনায়ক), মইন আলি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চহ্বার
"'টসে জিতলে আমরাও প্রথমে বোলিংই করতাম। আকাশে মেঘ রয়েছে। ফলে খুব একটা বেশি শিশির পড়বে না। ক্রিকেটে আবার ফিরতে পেরে খুব ভালো লাগছে। প্রস্তুতির জন্য আমরা অনেকটাই সময় পেয়েছি। আমাদের দলের কয়েকজন ক্রিকেটার এখনও কোয়ারান্টাইনে রয়েছেন। দলের চারজন বিদেশি ক্রিকেটার হলেন ফাফ, মইন, স্যাম এবং ব্র্যাভো।"
"উইকেটটা নিচের দিকে একটু নরম আছে। আমাদের দলে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যের মেলবন্ধন রয়েছে। প্রথম ম্যাচটা মাহি ভাইয়ের বিরুদ্ধে খেলতে পেরে ভালো লাগছে। দলের চার বিদেশি ক্রিকেটার হলেন স্টোয়েনিস, হেটমায়ার, ওকস এবং টম কারেন। আমরা দিল্লিতে খেলছি না, তাই কিছুটা স্বস্তিতে রয়েছি।"
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ঋষভের। প্রথমে ব্যাট করতে নামবে চেন্নাই সুপার কিংস।
এটা ঋষভ পান্থের কাছে অবশ্যই স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে যে তিনি মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে টস করতে নামছেন।
দলের বোলিং ব্রিগেডের দিকে যদি একবার তাকানো যায়, তাহলে দেখা যাবে যে এই দলে রয়েছে ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, উমেশ যাদব, ক্রিস ওকস এবং এনরিক নর্ৎজ়ে। রাবাদা এবং নর্ৎজ়ে কোয়ারান্টাইনে থাকার কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তাহলেও দিল্লি বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। স্পিনের দায়িত্ব রয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং অমিত মিশ্রার ওপরে। কারণ করোনা পজ়িটিভ হওয়ার কারণে খেলতে পারবেন না অক্সর প্যাটেল।
সম্প্রতি পান্থ জানিয়েছিলেন যে প্রথম ম্যাচে তিনি ধোনির থেকে প্রাপ্ত শিক্ষাটাই কাজে লাগাবেন।
তিনি বলেছিলেন, "অধিনায়ক হিসেবে আমি প্রথম ম্যাচটা মাহি ভাইয়ের বিরুদ্ধে খেলতে নামছি। আমার কাছে এর থেকে ভালো অভিজ্ঞতা আর কিছু হতে পারে না। কারণ আমি ওনার থেকে অনেককিছু শিখেছি। আমি সেই অভিজ্ঞতা এবং শিক্ষাটাই কাজে লাগাতে চাই।"
আইপিএল টুর্নামেন্টের ১৪তম মরশুমের দ্বিতীয় ম্যাচে শনিবার মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসের (CSK)মুখোমুখি খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (DC)। দুটো দলই চলতি মরশুমে তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে। ঋষভ পান্থের অধিনায়কত্বে দিল্লি এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই একেবারে অপরের মুখোমুখি খেলতে নামবে। ফলে এই ম্যাচটা যে একজন অভিজ্ঞ গুরু বনাম তাঁরই শিষ্য হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আজ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে।