এ কী হাল চেন্নাই সুপার কিংসের! কথায় আছে, ক্যাচ মিস করলে নাকি ম্যাচটাও হাতের বাইরে বেরিয়ে যায়। আজ তারই প্রত্যক্ষ প্রমান দেখতে পাওয়া গেল। ১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।
১৮.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্কাস স্টোয়েনিস। ৯ বলে তিনি ১৪ রান করলেন।
উইকেটে রয়েছেন মার্কাস স্টোয়েনিস - ৪ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নিলেন।
অল্পের জন্য শতহার হাতছাড়া করলেন শিখর ধাওয়ান। আজ তিনি ৫৪ বলে ৮৫ রান করে ফিরে গেলেন। ১০টি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪। ১৬.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে LBW হয়ে তাঁকে ফিরতে হয়।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭৭ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭২ এবং ঋষভ পান্থ - ৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ১২ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৬ এবং ঋষভ পান্থ - ০। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৩ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন। সবথেকে বড় কথা, ওপেনিং পার্টনারশিপটা ভাঙলেন।
অবশেষে ফিরে যেতে হচ্ছে পৃথ্বী শ"কে। আজ তিনি ৩৮ বলে ৭২ রান করেন। দুটো ক্যাচে জীবনদান পেলেও, তৃতীয়বার হাত ছাড়া করলেন না মইন আলি। ব্রাভোর বল শটটা মারতে গিয়ে কিছুটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। সেকারণে শটটা বাউন্ডারি টপকালো না। পৃথ্বী আজ ৯টা বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৮৯.৪৭।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৪ এবং পৃথ্বী শ - ৭১। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬২ এবং পৃথ্বী শ - ৫৯। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৮ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৫৬ এবং পৃথ্বী শ - ৫৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিলেন।
৩৫ বলে নিজের হাফসেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। এগিয়ে এসে করমর্দন করলেন পৃথ্বী শ।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৪৬ এবং পৃথ্বী শ - ৫২। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৩ রান দিলেন। |
আজ ২৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন পৃথ্বী শ। দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৮ এবং পৃথ্বী শ - ৪৭। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ১১ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৪ এবং পৃথ্বী শ - ৪০। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩২ এবং পৃথ্বী শ - ৩৮। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ৫ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৯ এবং পৃথ্বী শ - ৩৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৭ এবং পৃথ্বী শ - ৩১। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৭ রান দিলেন।
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২২ এবং পৃথ্বী শ - ১৯। এই ওভারে বল করলেন স্যাম কারেন। তিনি ১৭ রান দিলেন।