Advertisement

দলে রাসেল এবং কার্তিকের ভূমিকা নিয়ে প্রশ্ন সেহওয়াগের, কলকাতার 'লজ্জাজনক' পরাজয়ে নিন্দার ঝড়!

একটা সময় ৩০ বলে ৩১ রান দরকার ছিল, ঠিক সেই সময় ১৫ ওভারের শেষ ডেলিভারিতে নীতিশ রানা নিজের উইকেটটা খুইয়ে আসেন। দলের সহ অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর আসেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। কিন্তু, ওই ক'টা রান তাঁরা তুলতে পারলেন না।

দীনেশ কার্তিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সেহওয়াগদীনেশ কার্তিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সেহওয়াগ
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 14 Apr 2021,
  • अपडेटेड 1:25 PM IST
  • মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে হারল নাইট ব্রিগেড
  • দলে আন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিকের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
  • এটা লজ্জাজনক পরাজয়, স্পষ্ট জানালেন সেহওয়াগ

মুম্বই ইন্ডিয়ান্সকে গতকাল ১৫২ রানে আটকাতে কলকাতা নাইট রাইডার্স মাথার ঘাম পায়ে ফেলেছিল। শুরুটা অসাধারণ করেছিলেন দলের দুই ওপেনার শুভমান গিল (৩৩) এবং নীতিশ রানা (৫৭)। কিন্ত, তারপর যে দলটার কী হল, সেটা দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন।

একটা সময় ৩০ বলে ৩১ রান দরকার ছিল, ঠিক সেই সময় ১৫ ওভারের শেষ ডেলিভারিতে নীতিশ রানা নিজের উইকেটটা খুইয়ে আসেন। দলের সহ অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপর আসেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। কিন্তু, ওই ক'টা রান তাঁরা তুলতে পারলেন না।

সত্যি কথা বলতে কী, কেকেআর সবকিছু ঘেঁটে ফেলেছে। নাহলে শেষের পাঁচ ওভারে কোনও দল মাত্র ২০ রান তোলে। এই সময় তারা তিনটে গুরুত্বপূর্ণ উইকেটও হারায়। অবশেষে পরাজয়ের খাদের কিনারা থেকে ফিরে এসে মুম্বই ইন্ডিয়ান্স ১০ রানে জয়লাভ করে। ১১ বলে ৮ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক।

আরও পড়ুন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এই পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্সকে একহাত নিলেন। বললেন, এই পরাজয় যথেষ্ট লজ্জাজনক। এমনকী আন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিকের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

ক্রিকবাজ়কে সেহওয়াগ বলেছেন, "ম্যাচের পর শুনছিলাম যে ইয়ন মরগ্যান বলছেন, প্রথম ম্যাচের থেকেও এই ম্যাচে তাঁরা যথেষ্ট ভালো খেলেছেন। কিন্তু, আন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিক যেভাবে ব্যাট করল, সেটা দেখে তো তেমনটা মনে হচ্ছিল না। প্রথমে মনে হয়েছিল, ওরা শেষ পর্যন্ত টিকে থাকতে চায় এবং জিততে চায়। কিন্তু, সেটা হল না। ওদের আগে যারা ব্যাট করতে এসেছিল সাকিব আল হাসান, ইয়ন মরগ্যান, শুভমান গিল কিংবা নীতিশ রানা, তাঁরা প্রত্যেকেই ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট করছিল।"

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, "রানা কিংবা গিলকে শেষ পর্যন্ত উইকেটে থাকতে হত। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসটা শেষের দিকে কেমন হয়েছিল, সেটা ওরা দেখেছে। ভালো শুরু করেও ১৫২ রানে শেষ হয়ে যেতে হয়েছে। একটা সময় এই ম্যাচটা দেখে মনে হচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা অবশ্যই জিতবে। কিন্তু, তারা হেরে গেল। যখন রাসেল ব্যাট করতে এল, তখন ২৭ বলে ৩০ রান দরকার ছিল। দীনেশ কার্তিক শেষ পর্যন্ত ব্যাট করলেও ম্যাচটাকে জেতাতে পারলেন না। এটা অবশ্যই একটা লজ্জাজনক পরাজয়।"

Advertisement
Read more!
Advertisement
Advertisement