Advertisement

IPL 2022: শীর্ষে পৌঁছতে নামছে KKR, কেমন হতে পারে KKR ও MI-এর দল

কেকেআর এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৩টি ম্যাচের মধ্যে ২টি জিততে পেরেছে তবে এই ম্যাচটি কঠিন লড়াই হতে পারে৷ কেকেআর মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ২৯টি ম্যাচের মধ্যে মাত্র ৭টি জিতেছে এবং ২২টি ম্যাচে হেরেছে। এমন পরিস্থিতিতে নিজের রেকর্ডের উন্নতি করতে চান তিনি।

রোহিত ও শ্রেয়াস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2022,
  • अपडेटेड 7:09 PM IST
  • দুই দলেই একাধিক বদল হতে পারে
  • MI দলে আসতে পারেন সূর্যকুমার
  • KKR দলে আসতে পারেন কামিন্স

IPL 2022-এর ১৪তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি। পুনের এমসিএ স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি হবে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই, যারা টানা দুটি পরাজয়ের শিকার হয়েছে, তারা এই টুর্নামেন্টে তাদের প্রথম জয়ের লক্ষ্যে থাকবে।

কেকেআর এখনও পর্যন্ত টুর্নামেন্টে ৩টি ম্যাচের মধ্যে ২টি জিততে পেরেছে তবে এই ম্যাচটি কঠিন লড়াই হতে পারে৷ কেকেআর মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ২৯টি ম্যাচের মধ্যে মাত্র ৭টি জিতেছে এবং ২২টি ম্যাচে হেরেছে। এমন পরিস্থিতিতে নিজের রেকর্ডের উন্নতি করতে চান তিনি।

কামিন্স সুযোগ পেতে পারেন 

অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, যিনি গত সপ্তাহে কেকেআর-এর স্কোয়াডে যোগ দিয়েছিলেন, তিনি এই ম্যাচে খেলতে পারবেন তবে কার জায়গায় তাঁকে নামান হয় সেটাই এখন দেখার। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে হেরেছে। সেই ম্যাচে এমআইয়ের ব্যাটসম্যানরা ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছেন। এই ম্যাচের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের দলে অন্তর্ভুক্ত হতে পারেন সূর্যকুমার যাদব। ফলে মুম্বইয়ের মিডল অর্ডার শক্তিশালী হতে পারে। 

আরও পড়ুন: চাহাল উইকেট পেতেই গ্যালারিতে ধনশ্রীর সে কী নাচ! Viral

আরও পড়ুন: RR-র বিরুদ্ধে দুর্ধর্ষ বাংলার শাহবাজ, মুগ্ধ বিরাটও

টস খুবই গুরুত্বপূর্ণ হবে

এই মাঠে এটি হতে যাচ্ছে মরশুমের তৃতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে জিতেছে দলটি। এমন পরিস্থিতিতে টসে জয়ী দল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। এমসিএ স্টেডিয়ামে ব্যাটসম্যানদের রান করা সহজ। এমন পরিস্থিতিতে বোলারদের উইকেট নিতে কঠোর পরিশ্রম করতে হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement