IPL 2022-এর শুরুটা ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) জন্য। এখনও পর্যন্ত দুটি ম্যাচেই হেরেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এখন ৬ এপ্রিল তাদের তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR)।
এই ম্যাচের জন্য অনুশীলন করছেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। মুম্বই ইন্ডিয়ান্স সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে অর্জুন তেন্ডুলকর ক্যাচিং অনুশীলন করছেন। অর্জুন বাঁ হাতে দুর্দান্ত ক্যাচ ধরলে কাছে থাকা খেলোয়াড় সূর্যকুমার যাদবও অবাক হন।
আইপিএলে অভিষেকের অপেক্ষায় অর্জুন
অর্জুন টেন্ডুলকার এখনও আইপিএলে অভিষেক করেননি। অর্জুন তেন্ডুলকরকে IPL 2022-এর জন্য মুম্বই ইন্ডিয়ান্স ৩০লক্ষ টাকায় কিনেছিল। গুজরাট টাইটান্সও অর্জুনকে ২০ লক্ষ টাকায় তাঁকে কিনতে চেয়েছিল। গত মরশুমেও মুম্বই দলে ছিলেন অর্জুন। তাঁর বাবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এখনও মুম্বই দলের সঙ্গে যুক্ত রয়েছেন। মুম্বই দলের মেন্টর হিসেবে কাজ করছেন কিংবদন্তী এই ব্যাটার। ২০০৮ থকে ২০১৩ সাল পর্যন্ত ৭৮টি আইপিএল ম্যাচে ২৩৩৪ রান করেছিলেন সচিন। সচিনই প্রথম খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন। ২০১০ সালের আইপিএলে তিনি এই বিশেষ কীর্তি অর্জন করেছিলেন।
আরও পড়ুন: কী কারণে দলে নেই ম্যাক্সওয়েল? ফাঁস করলেন RCB ডিরেক্টর
তৃতীয় ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদব!
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে খেলতে পারেন মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ম্যাচের আগে নেটে প্রচুর ব্যাটিং অনুশীলন করেছিলেন সূর্যকুমার, এমন পরিস্থিতিতে এই জল্পনা জোরদার হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের পর থেকে সূর্যকুমার ক্রিকেটের বাইরে ছিলেন। ওই ম্যাচে তাঁর বুড়ো আঙুল ভেঙে যায়। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে।