
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2022)। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্সের (KKR)। চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যেতে পারে ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় এবং অলরাউন্ডার শিবম দুবেকে? ম্যাচের আগে সে বিষয় আভাস দিল সিএসকে-এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্ট। চেন্নাই টিম ম্যানেজমেন্ট একটি টুইট করেছে, যাতে ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় এবং অলরাউন্ডার শিবম দুবের ছবি শেয়ার করা হয়েছে। আরও লিখেছেন- LHS = RHS ফিট শিবম দুবে এবং ঋতুরাজ গায়কওয়াড়!
ডানহাতি ব্যাটসম্যান ঋতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে বাঁ-হাতি ব্যাটসম্যান শিবম দুবেকে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন সিএসকে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ তিন বা চতুর্থ নম্বরে ব্যাট করতে আসতে পারেন ডানহাতি ওপেনার রবিন উথাপ্পা (Robin Uthappa)।
ধোনি সহ প্রথম ম্যাচে এই ৫ জন খেলোয়াড় দেখুন
আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে, উভয় দলের ৫ জন খেলোয়াড় থাকবে, যাদের দিকে ভক্তদের বিশেষ নজর থাকবে। তাদের মধ্যে সবচেয়ে বড় নাম মহেন্দ্র সিং ধোনি, যাকে প্রথমবার অধিনায়ক ছাড়াই চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে। অধিনায়কত্বের চাপ ছাড়াই মাঠে নামা ধোনি এবার আরও ভয়ানক হতে পারেন। এবার তারা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাবে প্রতিপক্ষ দলের ওপর।
অধিনায়ক জাদেজা ও শ্রেয়াস দুজনের ওপরই দায়িত্ব
ধোনি ছাড়াও, রবীন্দ্র জাদেজা এবং শ্রেয়াস আইয়ারের উপর বিশেষ নজর থাকবে, কারণ তাদের দুজনকেই প্রথমবারের মতো দলের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যাবে। জাদেজা ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলকে শক্তি যোগান। গত মরশুমে এক ওভারে ৫ ছক্কা মেরে ৩৭ রান করার রেকর্ড গড়েছিলেন। যেখানে শ্রেয়াস আইয়ার এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। এমন পরিস্থিতিতে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। ব্যাটিংয়েও বেশ কিছুদিন ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তার ব্যাটও মারমুখী রান করতে পারে।
আরও পড়ুন: আজ IPL-এর বোধন, CSKvs KKR-এর ম্যাচ কোথায় দেখবেন?
গত মরশুমে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন ঋতুরাজ
২০২১ সালে তিনি সর্বোচ্চ ৬৩৫ রান করেছিলেন। এই সময়ে সেঞ্চুরিও করেন তিনি। অন্যদিকে, ফাস্ট বোলিং অলরাউন্ডার ভেঙ্কটেশও গত মরশুমের দ্বিতীয় ভাগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। ২০২১ মরশুমে তিনি ৩৭০ রান করেছিলেন। ফাইনালেও চেন্নাইয়ের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। ৩২ বলে ৫০ রান করেন তিনি।