Advertisement

IPL 2022: IPL-এর মধ্য়েই ব্রাভোর নতুন গান, ডান্সে মাতবেন সবাই

ডান্স নাম্বারটি অবশ্যই শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করবে এবং পুরো গানটি খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। যথারীতি, ডোয়াইনের গানটিতে একটি সিগনেচার স্টেপ রয়েছে।  গানটির পেছনের ধারণা হল, সাধারণ মানুষকে তাদের নিজেদের জগতে চ্যাম্পিয়ন হতে উৎসাহিত করা।

গানের ভিডিওতে ব্রাভোগানের ভিডিওতে ব্রাভো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2022,
  • अपडेटेड 7:44 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডোয়াইন ব্রাভো (Dwayne Bravo) সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এখন ব্রাভো সোশ্যাল মিডিয়ায় একটি নতুন গান 'নাম্বার ওয়ান' প্রকাশ করেছন। গানটি লিখেছেন ব্রাভো এবং কলিন ওয়েডারবার্ন এবং প্রযোজনা করেছেন ব্ল্যাক শ্যাডো মিউজিক। এই গানের টিজার ও পোস্টারও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একই বিষয়ে কথা বলতে গিয়ে ডোয়াইন ব্রাভো বলেন, 'এই গানটি আমার হৃদয়ের খুব কাছের। এটি ডান্স নাম্বার হলেও, আমার বেশিরভাগ গানের গভীর অর্থ রয়েছে। 'নাম্বর ওয়ান' গানটা আমার দ্বিতীয় ঘর ভারতে প্রকাশ করতে পেরে আমি খুবই উত্তেজিত। এটি আমার ভক্তদের জন্য আরেকটি ডান্স নাম্বার। আশা করি লোকেরা এটি পছন্দ করবে। যেমন তারা সবার জন্য করে। আসুন নাচি, সকলকে সেরা হতে উত্সাহিত করি।'

ডান্স নাম্বারটি অবশ্যই শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করবে এবং পুরো গানটি খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। যথারীতি, ডোয়াইনের গানটিতে একটি সিগনেচার স্টেপ রয়েছে।  গানটির পেছনের ধারণা হল, সাধারণ মানুষকে তাদের নিজেদের জগতে চ্যাম্পিয়ন হতে উৎসাহিত করা। 

আরও পড়ুন

জিবিএস বিন্দ্রা, চিফ বিজনেস অফিসার, হিপ্পি অ্যাপ, বলেছেন, “বিশ্বের অন্যতম প্রিয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর গানটি উপস্থাপনের ক্ষেত্রে ভূমিকা পালন করা আমাদের জন্য সম্মানের।'

ব্রাভোকে আইপিএল ২০২২ (IPL 2022)-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে দেখা যাবে। চেন্নাই সুপার কিংস (CSK) ২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। CSK-এর অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন রবীন্দ্র জাদেজা। 

Read more!
Advertisement
Advertisement