Advertisement

Gujarat Titans: অভিষেকেই গুজরাত টাইটানসের বড় চমক, ১৫ বড় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া

গুজরাট টাইটান্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) অরবিন্দর সিং বলেছেন, “আইপিএলে প্রবেশের আগে আমরা ১৫টি বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছি। গুজরাট টাইটানসে আমরা উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বে বিশ্বাস করি। আমাদের অংশীদাররাও সেটাই করে থাকে। এই পার্টনারশিপের লক্ষ্য একে অপরের প্রচারাভিযানে সাহায্য করা এবং গুজরাট টাইটান্সের জন্য সমস্ত সেক্টরে একটি সফল সূচনা করা।

গুজারাট টাইটানসগুজারাট টাইটানস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2022,
  • अपडेटेड 8:53 PM IST

IPL 2022: ১০টি দল IPL 2022-এ অংশগ্রহণ করতে যাচ্ছে, যার মধ্যে গুজরাট টাইটান্সের নামও রয়েছে। গত বছর, সিভিসি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল। সিভিসি আদানি গোষ্ঠী এবং অন্যান্য প্রতিযোগীদের পরাজিত করে দল কিনেছিল।


এটাই তাদের প্রথম মরসুমে, গুজরাট টাইটান্স দল ১৫ টি স্পনসরের সঙ্গে চুক্তি করেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটির সঙ্গে কিছু বড় ব্র্যান্ড রয়েছে।  স্পনসরশিপের মাধ্যমে এই বছর ৬৫-৭০ কোটি আয় হবে বলে আশা করা হচ্ছে।

গুজরাট টাইটান্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) অরবিন্দর সিং বলেছেন, “আইপিএলে প্রবেশের আগে আমরা ১৫টি বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছি। গুজরাট টাইটানসে আমরা উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বে বিশ্বাস করি। আমাদের অংশীদাররাও সেটাই করে থাকে। এই পার্টনারশিপের লক্ষ্য একে অপরের প্রচারাভিযানে সাহায্য করা এবং গুজরাট টাইটান্সের জন্য সমস্ত সেক্টরে একটি সফল সূচনা করা।''

আরও পড়ুন

• Ather Energy, ভারতের প্রধান বৈদ্যুতিক স্কুটার নির্মাতা, গুজরাট টাইটানসের প্রধান পার্টনার হবে।


• গুজরাট টাইটান্স নয়টি সহযোগী অংশীদারের সঙ্গে স্বাক্ষর করেছে। Capri Global, একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন (NBFC) এবং BKT টায়ারের লোগো গুজরাট টাইটান্সের জার্সিতে থাকবে।

• Jio, পাইপ-নির্মাতা Astralও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেছে। বীমা কোম্পানি ACKO এবং Toothsee-এর বিজ্ঞাপন হেডগিয়ারে প্রদর্শিত হবে।

•ফ্যাশন ই-কমার্স পোর্টাল মিশো এবং ফ্যানকোড গুজরাট টাইটানস টিম কিটের ট্রাউজার্সে ফিচারের জন্য চুক্তি সই করেছে৷

• এছাড়াও, গুজরাট টাইটানস চারটি অফিসিয়াল অংশীদারের সঙ্গেও চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে Dream11, অডিও ওয়ার মেকার বোট এবং কোটাক কার্ড। আমুল হবে অফিসিয়াল বেভারেজ পার্টনার এবং রেডিও মির্চি হবে গুজরাট টাইটান্সের অফিসিয়াল রেডিও পার্টনার।

গুজরাট টাইটান্সের দল ২৮ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একটি ম্যাচ দিয়ে তাদের আইপিএল অভিষেক করবে। বিশেষ বিষয় হল সেই ম্যাচটিও হতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের ডেবিউ ম্যাচ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement