Advertisement

IPL 2022: বিফলে ধোনি-ব্রাভোর লড়াই, CSK-এর বিরুদ্ধে ৬ উইকেটে জয় KKR-এর

৭০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও জাদেজা। ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। জাদেজা ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। তবে জবাবে সহজেই ১৩২ রান করে ফেলে কেকেআর

প্রথম ম্যাচে জিতল কেকেআর, ছবি: আইপিএল প্রথম ম্যাচে জিতল কেকেআর, ছবি: আইপিএল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2022,
  • अपडेटेड 11:20 PM IST

আইপিএল-এ শুরুটা ভাল হল না চেন্নাই সুপার কিংসের। টসে হেরে শুরুতে রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) ব্যাট করতে পাঠান শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্রথম ওভারের শুরুতেই নো বল করলেও সেই ওভারেই উইকেট তুলে নেন উমেশ যাদব (Umesh Yadav)। এরপর আরও দুটি উইকেট তুলে নেন ভারতের এই পেসার। গত মরশুমে দারুণ ব্যাট করা ঋতুরাজ গায়কোয়াড রান না করেই নিতিশ রানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ব্যর্থ ডেভন কনওয়েও। শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে তিন রান করে আউট হন তিনি। 

ভাল খেলছিলেন রবিন উথাপ্পা। তবে বরুণ চক্রবর্তীর বলে স্টাম্প হন তিনি। ২১ বলে ২৮ রান করেন তিনি। অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে রান আউট হন আম্বাতি রায়ডু। ১৭ বলে ১৫ রানে আউট হন তিনি। আন্দ্রে রাসেলের বলে আউট হন শিভম দুবে। ছয় বলে ৩ রান করে ফেরেন তিনি। তবে ৭০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ও জাদেজা। ৫০ রান করে অপরাজিত থাকেন ধোনি। জাদেজা ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। 

জাদেজা আরও একটু সপ্রতিভ থাকলে আরও বড় রান করতে পারত চেন্নাই। তবে তা হয়নি। ১৩১ রানেই থামতে হয়েছে ধোনিদের। দুই উইকেট নেন উমেশ। চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন তিনি। চার ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট বরুন চক্রবর্তীর। চার ওভারে মাত্র ১৫ রান দিলেও উইকেট পাননি নারিন। ৩৮ রান দিয়ে এক উইকেট রাসেলের। পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রান করে চেন্নাই। 

আরও পড়ুন

ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন অজিঙ্কা রাহানে। ভাল ব্যাট করতে থাকেন ভেঙ্কটেশ আইয়ারও। ক্রিকেটীয় শটে নিজের জাত চেনাতে থাকেন রাহানে। সুযোগ পেয়ে হাত খুলে খেলতে দেখা যায় আইয়ারকেও। লক্ষ্য খুব কঠিন ছিল না। তাই দেখে খেলছিলেন কেকেআর-এর দুই ব্যাটার। প্রথম পাঁচ ওভারে উইকেট না হারিয়ে ৩৫ রান করে ফেলে কলকাতা। পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে আসেন মিশেল স্যান্টনার। তাতেও লাভ হয়নি। আট রান দিলেও উইকেট ফেলতে পারেননি এই স্পিনার।

Advertisement

তবে সপ্তম ওভারে ব্রাভো কলকাতাকে ধাক্কা দেন। আউট হন ভেঙ্কটেশ আইয়ার। ১৬ বলে ১৬ রান করে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। নয় ওভার শেষে কেকেআর এক উইকেট হারিয়ে ৭০ রানে পৌঁছে যায়। সেখান থেকে জিততে সমস্যা হয়নি তাদের। তবে দ্বিতীয় স্পেলে এসে ফের উইকেট নেন ব্রাভো। নিতিশ রানাকে ফেরান তিনি।  স্যান্টনার ফিরতেই আউট হন রাহানে। অর্ধ শতরান করতে পারেননি রাহানে। ৪৪ রান করেই আউট হন তিনি। ৩৬ বলে ৩৫ রান দরকার ছিল কলকাতার। হাতে ছিল সাত উইকেট। শেষদিকে ফের উইকেট নেন ব্রাভো। বিলিংসকে আউট করলেও শেষরক্ষা হয়নি।    

 

Read more!
Advertisement
Advertisement