Advertisement

IPL Mega Auction 2022: নিলামে বড় ভুল, মুম্বই বিড করলেও ক্রিকেটার চলে গেলেন দিল্লিতে!

বেঙ্গালুরুতে নিলামের প্রথম দিনেই ঘটে গিয়েছিল বিপত্তি। নিলাম চলাকালীনই নিলামকারী হিউ এডমিস অসুস্থ হয়ে পড়ে যান। এরপরেই নিলামের বাকি অংশ পরিচালনা করতে চারু শর্মাকে ছুটে আসতে হয়। শেষ দিকে অবশ্য সুস্থ হয়ে নিলামে ফিরতে দেখা যায় হিউকে। নিলামে থাকা সকলেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান হিউকে।

আইপিএল-এর নিলাম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Feb 2022,
  • अपडेटेड 1:12 PM IST
  • নিলামের সময় ভুল করেন চারু শর্মা
  • ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে (IPL Mega Auction 2022) ঘটল অদ্ভুত ঘটনা। নিলামের দ্বিতীয় দিনে সঞ্চালক চারু শর্মা ভুল করে ফেলেন। ফাস্ট বোলার খলিল আহমেদের জন্য বিড করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দিল্লি খালিল আহমেদকে পাঁচ কোটি ২৫ লক্ষ টাকায় কিনলেও এই ফাস্ট বোলারের মুম্বই দলে যাওয়া উচিত ছিল। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক কুমার গ্র্যান্ডি খলিলের জন্য পাঁচ কোটি টাকা বিড করেছেন। এরপর মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ কোটি ২৫ লক্ষ টাকা বিড করে। দিল্লির টেবিল থেকে এরপর পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিড করে প্যাডেল উঠলেও সঙ্গে সঙ্গেই তা নামিয়ে দেওয়া হয়। চারু শর্মা তখন বলেন পাঁচ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লিতে যাচ্ছেন খলিল আহমেদ। মুম্বই কি বিড করতে চায়? কিছুটা সময় নিয়ে আর বিড না করার সিদ্ধান্ত নেয় মুম্বই। আসলে চারু শর্মার মনে ছিল না পাঁচ কোটি ২৫ লক্ষ টাআ বিড করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস নয়। দিল্লি পাঁচ কোটি ৫০ লক্ষ টাকার জন্য বিড করলেও সেখান থেকে সরে আসে।

বেঙ্গালুরুতে নিলামের প্রথম দিনেই ঘটে গিয়েছিল বিপত্তি। নিলাম চলাকালীনই নিলামকারী হিউ এডমিস অসুস্থ হয়ে পড়ে যান। এরপরেই নিলামের বাকি অংশ পরিচালনা করতে চারু শর্মাকে ছুটে আসতে হয়। শেষ দিকে অবশ্য সুস্থ হয়ে নিলামে ফিরতে দেখা যায় হিউকে। নিলামে থাকা সকলেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান হিউকে। 

আরও পড়ুন : আজ ইডেনে ভারত VS ওয়েস্ট ইন্ডিজ T20, কোথায়-কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

আরও পড়ুন: ছাপিয়ে যাওয়ার সুযোগ! শুরু হচ্ছে রোহিত-বিরাটের 'যুদ্ধ'

 

Advertisement

আগেই ঋষভ পান্ত (Rishabh Pant), অক্ষর প্যাটেল (Axar Patel), এনরিখ নোরকিয়া ও পৃথ্বী শকে ধরে রাখার পাশাপাশি নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে কিনেছে তাঁরা। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে (David Warner) কিনেছে তারা। ছয় কোটি পঁচিশ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ান অপেনারকে নিজেদের দলে নিয়েছে তারা। আইপিএল-এর ইতিহাসে তিনবার অরেঞ্জ ক্যাপ জিতেছেন ওয়ার্নার। তিনি ছাড়া আর কেউই এতবার অরেঞ্জ ক্যাপ জিততে পারেননি। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement