Advertisement

IPL 2022 Mystery Girl: KKR vs CSK ম্যাচে VIRAL এই 'মিস্ট্রি গার্লকে দেখুন, চর্চা তুঙ্গে

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং চলছিল, সেই সময় টিভি পর্দায় একটি মেয়ে (IPL 2022 Mystery Girl) দেখানো হয়েছিল। তখন চেন্নাইয়ের স্কোর ছিল ৫২-৪ এবং তারপরে সেই মেয়েটির প্রতিক্রিয়া ভাইরাল হয়েছিল। এরপরই টুইটারে নানা ধরনের মেম তৈরি হতে থাকে। 

এই ছবি নিয়েই আলোচনা টুইটারে এই ছবি নিয়েই আলোচনা টুইটারে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Mar 2022,
  • अपडेटेड 12:30 PM IST
  • কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে প্রথম ম্যাচ
  • শুরু হয়েছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) শুরু হয়ে গিয়েছে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আইপিএল এমন একটা জায়গা, যেখানে টিভির পর্দায় কয়েক সেকেন্ড দেখার পরই অনেক ভক্ত বিখ্যাত হয়ে যান। প্রথম ম্যাচেও একই ঘটনা ঘটেছে। 

যখন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং চলছিল, সেই সময় টিভি পর্দায় একটি মেয়ে (IPL 2022 Mystery Girl) দেখানো হয়েছিল। তখন চেন্নাইয়ের স্কোর ছিল ৫২-৪ এবং তারপরে সেই মেয়েটির প্রতিক্রিয়া ভাইরাল হয়েছিল। এরপরই টুইটারে নানা ধরনের মেম তৈরি হতে থাকে।             IPL aate hi kaam suru kr diye, cameraman😂 pic.twitter.com/xJhGznTcn8

শুধু তাই নয়, টুইটার ব্যবহারকারীরাও এর জন্য ক্যামেরাম্যানকে ট্রোল করতে শুরু করেন। অনেকেই টুইট করে লিখেছেন, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে না হতেই ক্যামেরাম্যান তার কাজ শুরু করে দিয়েছেন। আসলে, আইপিএলে প্রতি বছর এমনটি ঘটে যখন ভক্তরা এভাবে বিখ্যাত হন। #TATAIPL #IPL2022 #cameraman #iplcameraman #CSKvKKR pic.twitter.com/49jRNawWG8

আরও পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (CSK) প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান করে। চেন্নাই কলকাতার সামনে ৬১ রানে পাঁচ উইকেট হারিয়েছিল, তারপরে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৫০ রানের ঝলমলে ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোর তৈরি করে।  

Read more!
Advertisement
Advertisement