Advertisement

IPL 2022: IPL-এর মঞ্চে সম্মানিত টোকিওয় পদকজয়ীরা, নীরজ পেলেন ১ কোটি

নীরজ চোপড়া (Neeraj Chopra) ছাড়াও, বিসিসিআই মীরাবাই চানুকে ৫০ লাখ, রবি দাহিয়াকে ৫০ লাখ, বজরং পুনিয়াকে ২৫ লাখ, লভলিনা, পিভি সিন্ধুকে ২৫ লাখ এবং পুরো পুরুষ হকি দলেরও একটি ব্রোঞ্জ পদক ছিল। 

নীরজকে সম্মানিত করল BCCIনীরজকে সম্মানিত করল BCCI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2022,
  • अपडेटेड 12:17 AM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) শুরু হয়েছে এবং শনিবার প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে খেলা হয়েছে। ম্যাচ শুরু হওয়ার পর টোকিও অলিম্পিক ২০২০ এর পদক বিজয়ীদের সম্মানিত করে বিসিসিআই (BCCI)। স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়াকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ এবং অন্যান্যদের উপস্থিতিতে সংবর্ধিত করা হয়। নীরজ চোপড়াকে বিসিসিআই থেকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে। 

নীরজ চোপড়া (Neeraj Chopra) ছাড়াও, বিসিসিআই মীরাবাই চানুকে ৫০ লাখ, রবি দাহিয়াকে ৫০ লাখ, বজরং পুনিয়াকে ২৫ লাখ, লভলিনা, পিভি সিন্ধুকে ২৫ লাখ এবং পুরো পুরুষ হকি দলেরও একটি ব্রোঞ্জ পদক ছিল। 

আইপিএল ২০২২ এর প্রথম ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে গ্রাউন্ডে খেলা হয়েছিল। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) সামনে দুইবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) সামনে দুইবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। করোনার কারণে এবার লিগের সব ম্যাচে মাত্র চারটি মাঠে খেলা হবে।

আরও পড়ুন

প্রথম ম্যাচে ছয় উইকেটে সহজেই জিতে গিয়েছে কেকেআর। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে ৫০ রান করেন এবং বল করতে এসে ডোয়েন ব্রাভো একাই তিন উইকেট তুলে নেন। তবে তাতেও দলের হার রুখতে পারেননি তাঁরা। 

Read more!
Advertisement
Advertisement