বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে তিন উইকেটে জিতেছেন ফাফ ডু প্লেসিরা (Faf Du Plessis)। এই ম্যাচের নায়ক শ্রীলঙ্কার বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga), যিনি নিয়েছেন চার উইকেট। উইকেট নেওয়ার পরে ওয়ানিন্দুর সেলিব্রেশন এখন আলোচনার বিষয়, তিনি নিজেই এর পেছনের গল্প বলেছেন।
চার ওভারে ২০ রানে চার উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ম্যাচের পর বলেছিলেন যে তিনি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ভক্ত। সেই কারণেই তিনি নেইমারের মত সেলিব্রেশনে মেতেছিলেন। ব্রাজিলের ফুটবল তারকা গোল করে যেভাবে সেলিব্রেট করেন ঠিক সেইভাবেই সেলিব্রেশন করতে দেখা যায় হাসারাঙ্গাকে।
ওয়ানিন্দু হাসরাঙ্গা বলেছেন যে আমি যে খেলাটি খেলেছি তাতে আমি খুব খুশি। গত ম্যাচ থেকেও অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমি দলের বোলিং কোচের সঙ্গে কাজ করেছি, আর সেটাই কাজে দিয়েছে।''
মাত্র ২৪ বছর বয়সী ওয়ানিন্দু হাসরাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকায় একটি মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল। এই মুহূর্তে পার্পল ক্যাপও রয়েছে তাঁর কাছে। দুই ম্যাচে তিনি নিয়েছেন মোট পাঁচ উইকেট।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বর্তমানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। দুই ম্যাচে দল একটিতে জিতেছে, আর একটিতে হেরেছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু ২০৫ রান করেছিল, কিন্তু তার পরেও দলকে হারের মুখে পড়তে হয়েছিল।
আরও পড়ুন: প্রথম জয়ের খোঁজে LSG ও CSK, কেমন হতে পারে দুটি দল
আরও পড়ুন: শামির পারফর্ম্যান্সে 'ফিদা' পর্নস্টার, কী বললেন?
কলকাতার বিপক্ষে ম্যাচের কথা বললে, আরসিবি ৩ উইকেটে জিতেছে। কেকেআর প্রথমে ব্যাট করতে গিয়ে ১২৮ রান করেছিল, জবাবে আরসিবি-র ইনিংসও ব্যর্থ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটি জিতেছিল।