
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলতে থাকা শেল্ডন জ্যাকসন (Sheldon Jackson) বোধহয় এর আগে এত প্রশংসা কখনই পাননি। যা পেলেন শনিবার। আইপিএল-এর প্রথম ম্যাচে সেট হওয়া রবিন উথাপ্পাকে স্টাম্প আউট করে বিরাট প্রশংসা পেলেন কেকেআর-এর এই উইকেটকিপার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে নিজের পরিচিতি পেতে সক্ষম হলেন এই তরুণ ক্রিকেটার। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শেলডন জ্যাকসন আলোচনার বিষয় হয়ে আছেন।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স
৩৫ বছর বয়সী শেলডন জ্যাকসন গুজরাটের ভাবনগরের বাসিন্দা এবং সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। পাঁচ বছর পর আইপিএলে ফিরছেন শেলডন জ্যাকসন, প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে উইকেটরক্ষক হিসেবে পারফরম্যান্স দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) শেলডন জ্যাকসনের প্রশংসা করেছেন এবং তাঁকে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে তুলনা করেছেন।
ব্যাট হাতে একটানা রান
২০১১ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া শেলডন জ্যাকসন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে চলেছেন। এর পাশাপাশি, তিনি উইকেট-রক্ষক হিসাবে সৌরাষ্ট্রের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি ২০১৯-২০ রঞ্জি ট্রফি বিজয়ী সৌরাষ্ট্রের দলেরও অংশ ছিলেন। সৌরাষ্ট্রের জন্য, তিনি ২০১৯-২০ মরসুমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সৌরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ রান করেন তিনি। ১০ ম্যাচে ৫০ গড়ে ৮০৯ রান করেছেন ৩টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতকের সাহায্যে।
ব্যাটসম্যান শেলডন জ্যাকসন ৭৯টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৫০ গড়ে ৫৯৪৭ রান করেছেন। এছাড়াও ১৩৩ ইনিংসে ১৯টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। কই সঙ্গে লিস্ট এ (ওডিআই) ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স বিস্ময়কর। ব্যাটার হিসেবে ৬৭ ম্যাচে ৩৭.২৩ গড়ে ৪টি সেঞ্চুরি সহ তিনি ২৩৬ রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও তিনি ৬৬ ম্যাচে ১৫১৪ রান করেছেন। ২০১৭ সালে দিল্লির বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয় শেলডনের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত খেলা ৫টি ম্যাচে শেলডন জ্যাকসন ব্যাট হাতে খুব একটা পারফর্ম করতে পারেননি। ১৫ তম আসরের উদ্বোধনী ম্যাচে, শেলডন উইকেটরক্ষক হিসাবে দুর্দান্ত খেলা দেখিয়েছেন, এখন কলকাতার ভক্তরা শেলডনের ব্যাটেও একটি ঝড়ো ইনিংস দেখতে পাবেন বলে আশা করছেন।