Advertisement

IPL 2023: IPL-এ ফের করোনার থাবা, COVID আক্রান্ত ধারাভাষ্যকার

গোটা দেশ জুড়ে চলছে কুড়ি বিশের ক্রিকেট যুদ্ধ। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। কিন্তু এরই মাঝে খারাপ খবর। ফের করোনার থাবা আইপিএলের মঞ্চে।

IPL 2023
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2023,
  • अपडेटेड 6:55 PM IST

আইপিএলে (IPL 2023) আবারও করোনার (Covid-19) থাবা। এই টি-২০ মেগা ক্রিকেট লিগের (T-20 Mega Cricket League) হিন্দি ধারাভাষ্যকার আকাশ চোপড়া (Akash Chopra) এবার করোনা আক্রান্ত হলেন। টুইট করে এই কথা জানালেন তিনি নিজেই। 

গোটা দেশ জুড়ে চলছে কুড়ি বিশের ক্রিকেট যুদ্ধ। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। কিন্তু এরই মাঝে খারাপ খবর। ফের করোনার থাবা আইপিএলের মঞ্চে। প্রসঙ্গত, করোনা আবহের জন্য, গত বছর সংযুক্ত আরব আমিরশাহির বুকে কড়া জৈব বলয়ের মধ্যে আয়োজিত হয় আইপিএল। কিন্তু এবার সেই আবহ কাটিয়ে হোম–অ্যাওয়ে (home-away) ফরম্যাটে ফিরেছে এই ক্রিকেট লিগ। 

কিন্তু তারই মাঝে এই ঘটনা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আজ গুজরাত টাইটানস (GT) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) ম্যাচ রয়েছে, শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। কিন্তু তার আগেই আইপিএলে করোনার আক্রমণ। আকাশ চোপড়া আইপিএলে হিন্দি ধারাভাষ্যকারদের (Hindi Commentator) প্যানেলে রয়েছেন। ফলে রোজই ম্যাচের সময় তাঁর গলা শুনতে পান ক্রিকেটপ্রেমীরা। 

কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পর, সেই কথা নিজেই টুইট করে জানালেন আকাশ চোপড়া। তিনি এও জানান যে, কয়েকদিন তিনি ধারাভাষ্য দিতে পারবেন না। সেইসঙ্গে গলার সমস্যার জেরে ইউটিউবেও (YouTube) কম দৃশ্যমান হবেন বলে জানান তিনি। 

টুইটে তিনি লিখেছেন, “কোভিড এবং সাহসী কোভিড। সি ভাইরাস আবার হানা দিয়েছে। এছাড়াও হালকা লক্ষণ আছে। সবকিছু নিয়ন্ত্রণে। কয়েকদিন ধারাভাষ্য থেকে দূরে থাকব। আশা করি দৃঢ়ভাবে ফিরে আসব।“ 

অন্যদিকে আজকের ম্যাচে এগিয়ে থেকে শুরু করছে গুজরাত। গত ম্যাচে তারা জিতেছে। কিন্তু প্রথম ম্যাচে হেরে বেজায় চাপে দিল্লি। ফলে এই ম্যাচে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু আকাশ চোপড়ার করোনা আক্রান্ত হওয়া চিন্তায় রাখছে আইপিএল কর্তৃপক্ষকে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement