Advertisement

IPL 2023 Arjun Tendulkar: সচিনের জন্মদিন সেলিব্রেশনের দিনই লজ্জার রেকর্ড অর্জুনের, এক ওভারে খেলেন ৩১

আইপিএল-এ (IPL 2023) লজ্জার নজির গড়লেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে শনিবারের ম্যাচে এক ওভারে ৩১ রান খেয়ে এই রেকর্ড গড়েন সচিন পুত্র। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দেওয়ার তালিকায় এটি দ্বিতীয়। ম্যাচের ১৬তম ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাট করছিলেন হরপ্রীত সিং ও স্যাম কারেন (Sam Curren)। দুই জনে মিলে ৩১ রান নেন অর্জুনের ওভার থেকে। এদিন সচিনের ৫০তম জন্মদিন পালন করা হয় ওয়াংখেড়েতে। আর সেই দিনেই লজ্জার রেকর্ড গড়লেন তাঁর ছেলে অর্জুন।

অর্জুন তেন্ডুলকর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 1:08 PM IST
  • এক ওভারে ৩১ রান খেলেন অর্জুন
  • ম্যাচ হারল মুম্বই

আইপিএল-এ (IPL 2023) লজ্জার নজির গড়লেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে শনিবারের ম্যাচে এক ওভারে ৩১ রান খেয়ে এই রেকর্ড গড়েন সচিন পুত্র। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলারদের মধ্যে এক ওভারে সব থেকে বেশি রান দেওয়ার তালিকায় এটি দ্বিতীয়। ম্যাচের ১৬তম ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাট করছিলেন হরপ্রীত সিং ও স্যাম কারেন (Sam Curren)। দুই জনে মিলে ৩১ রান নেন অর্জুনের ওভার থেকে। এদিন সচিনের ৫০তম জন্মদিন পালন করা হয় ওয়াংখেড়েতে। আর সেই দিনেই লজ্জার রেকর্ড গড়লেন তাঁর ছেলে অর্জুন।

কী ঘটেছিল?
১৬তম ওভারে প্রথম বলেই অর্জুনের বলে ছক্কা মারেন কারেন। পরের বলে লাইন ঠিক রাখতে পারেননি সচিনপুত্র। বল ওয়াইড হয়ে যায়। দ্বিতীয় বলে চার মারেন কারেন। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে হরপ্রীতকে স্ট্রাইক দেন কারেন। এরপরেই নো বল করে বসেন অর্জুন। ফ্রি হিট বলে চার মারেন তিনি। শেষ অবধি ৩ ওভারে ৪৮ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। এক ওভারে ৩১ রান দেওয়ার পরেও বাকি দুই ওভারে মাত্র ১৭ রান খেয়েছেন মুম্বইয়ের তরুণ বোলার। যার সঙ্গে আবার একটা উইকেটও রয়েছে। 

আরও পড়ুন: ওয়াংখেড়ে জুড়ে 'সচিন সচিন', মাস্টার ব্লাস্টার্সের জন্মদিন পালন MI-এর

আইপিএল-এর ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান  খেয়েছেন ড্যানিয়েল শামস। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন তিনি। ২০১৪ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে পবন সুয়াল ২৮ রান দিয়েছিলেন। পাশাপাশি ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আলজারি জোসেফ ও ২০১৭ সালের পঞ্জাব কিংসের বিরুদ্ধে মিচেল ম্যাকলেনাঘানও ২৮ রান দিয়েছিলেন এক ওভারে। 

আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধে স্ট্র্যাটেজি বদল KKR-এর, কে নামবে ওপেন করতে ?

Advertisement

শনিবারের ম্যাচে অনেক লড়াই করলেও জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান করে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০১ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। ১৩ রানে ম্যাচ জেতে পঞ্জাব। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৭ নম্বরে রয়েছেন রোহিতরা।  

   

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement