Advertisement

MS Dhoni: জুনিয়রদের এগিয়ে দিতে গিয়েই ডুবলেন ধোনি? ম্যাচের ফল হত অন্যরকম!

বুধবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (M.A Chidambaram) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস। টি-২০ (T-20) ক্রিকেটের মেগা লিগে, দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।

জুনিয়রদের এগিয়ে দিতে গিয়েই ডুবলেন ধোনি? ম্যাচের ফল হত অন্যরকম!জুনিয়রদের এগিয়ে দিতে গিয়েই ডুবলেন ধোনি? ম্যাচের ফল হত অন্যরকম!
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 13 Apr 2023,
  • अपडेटेड 2:24 PM IST
  • ১৭ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি
  • যদিও এই অসাধারণ ইনিংস খেলার পরেও, জয় পায়নি চেন্নাই

ফের বুড়ো হাড়ে ভেলকি দেখালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবুও রয়ে গেলেন ট্র্যাজিক হিরোই। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচে লড়াকু ইনিংস মাহির। বুধবার, চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (M.A Chidambaram) মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস। টি-২০ (T-20) ক্রিকেটের মেগা লিগে, দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেইসঙ্গে ধোনি ফ্যানদের প্রবল উৎসাহ। সবমিলিয়ে, জমজমাট এই ম্যাচে লড়াই হয় শেয়ানে শেয়ানে। 

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই (Chennai Super Kings)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জস বাটলার (Jos Buttler)। অন্যদিকে দেবদূত পাডিক্কাল (Devdut Padikkal) করেন ৩৮ রান। চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট পান আকাশ সিং (Akash Singh), তুষার দেশপান্ডে (Tushar Deshpande) এবং রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja)।

আরও পড়ুন

জবাবে ব্যাট করতে নেমে খারাপ শুরু করেনি চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে (Devon Conway) হাফসেঞ্চুরি পান, তিনি করেন ৫০ রান। অন্যদিকে, অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ৩১ রানও বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরই মিডল অর্ডারে বেশ কিছুটা সমস্যায় পড়ে সুপার কিংস। আর এই গুরুত্বপূর্ণ জায়গাতেই মাঠে নামেন দলের অধিনায়ক এবং থিঙ্ক ট্যাঙ্ক এমএসডি। সেই চেনা ছন্দ এবং বিধ্বংসী ব্যাটিং স্টাইল। ক্যাপ্টেন কুল মাঠে নামা মানেই, সেই “মাহি মাহি” কিংবা “ধোনি ধোনি” চিৎকার গোটা স্টেডিয়াম জুড়ে। 

আর মাঠে নেমেই সেই ধোনি ধামাকা। দায়িত্বপূর্ণ ইনিংস এবং অবশ্যই স্মার্ট ব্যাটিং দক্ষতার নিদর্শন। তিনটি ছয় এবং একটু চার সহ, ১৭ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। যদিও এই অসাধারণ ইনিংস খেলার পরেও, জয় পায়নি চেন্নাই। তবে শেষপর্যন্ত নট আউট হয়েই মাঠ ছাড়েন ধোনি। নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয় সুপার কিংস। মাত্র ৩ রানে হার স্বীকার করে তারা। কিন্তু এই বয়সে এসেও, দলের জন্য এই লেভেলের সার্ভিস এবং ডেডিকেটেড ইনিংস সত্যিই তাৎপর্যপূর্ণ। ট্র্যাজিক নায়ক হলেও, ধোনি মানে সেই ধোনিই। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement