ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2203) শুভমান গিলের (Shubman Gill) পারফরম্যান্স সমস্ত ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অল্প সময়ের মধ্যেই নিজের খেলা ও সামর্থ্যের ভিত্তিতে টিম ইন্ডিয়াতে (Team India) নিজের জায়গা পাকা করে নিয়েছেন গিল। আইপিএলে গিলের ব্যাট থেকে যেভাবে রান এসেছে, ঠিক সেভাবেই তাঁর ওপরও টাকার বৃষ্টি হচ্ছে। চার-পাঁচ বছরের আইপিএল ক্যারিয়ারে ওপেনার হিসেবে নিজের প্রতিভা দেখিয়ে গিয়েছেন তিনি। শুভমান গিল-এর মোট সম্পদ কোটি টাকার দেখে নেওয়া যাক আর কী কী রয়েছে তাঁর।
শুভমান গিল ১৯৯৯ সালের 8 সেপ্টেম্বর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। গিলের পড়াশুনো পঞ্জাবেই। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, বছরের পর বছর তাঁর আয়ও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান ২০১৮ সালে প্রথমবার আইপিএলে খেলেন। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা ৩১ কোটি টাকারও বেশি। প্রতি মাসে তাঁর আয় ৬৬,০৯,২৮০ টাকা আয় করেন।
গাড়ির কালেকশন
শুভমান গিলের গ্যারেজেও বেশকিছু বিলাসবহুল গাড়ি রয়েছে। গিলের গ্যারেজে সবচেয়ে দামী গাড়ি হল রেঞ্জার রোভার ভেলার, যার দাম ১.০৫ কোটি টাকা। ছোটবেলায় এই গাড়িতেই ভারতীয় দলের পতাকা লাগাতেন গিল। জানা গিয়েছে, গিলের কাছে মাহিন্দ্রা থার সহ আরও অনেক গাড়ি রয়েছে।
আইপিএল ফাইনালেও দারুণ ব্যাট করেন গিল
আইপিএল ২০২৩ এর ফাইনাল ম্যাচে সোমবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটানস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচে CSK টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা মিলে ধোনি ব্রিগেডের পরিকল্পনা ভেস্তে দেয়। গিল ও সাহা একসঙ্গে প্রথম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। গিল মাত্র ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন, যার মধ্যে সাতটি চার ছিল।
আইপিএলে রানের নিরিখে বাটলারকে ছাপিয়ে গেলেন গিল
শুভমান গিল এখন আইপিএলের যেকোনো এক মরশুমে সবচেয়ে বেশি রান করার নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন। তিনি টপকে গিয়েছেন জস বাটলারকেও। এই আইপিএলে গিল ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন। গড় ৫৯.৩৩। তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর এই মরশুমে। ফলে এই মরশুমে অরেঞ্জ ক্যাপও জিতে নেন তিনি।