Advertisement

IPL 2023 Final CSK vs GT: ৪ রানের জন্য সেঞ্চুরি মিস, GT-র সুদর্শনের ইনিংসের প্রশংসায় সচিনও

আইপিএল (IPL Final 2023) ফাইনালে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে দলের রান ২০০ পার করে দিলেন সাই সুদার্শন (Sai Sudarshan)। মাত্র ৪৭ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। 

সাই সুদর্শন
Aajtak Bangla
  • আহমদাবাদ ,
  • 30 May 2023,
  • अपडेटेड 8:02 AM IST

আইপিএল (IPL Final 2023) ফাইনালে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে দলের রান ২০০ পার করে দিলেন সাই সুদার্শন (Sai Sudarshan)। মাত্র ৪৭ বলে ৯৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)। 


সুদার্শনের ইনিংস দেখে সচিন ট্যুইট করে লেখেন, ‘চোখের আরাম। দারুণ খেলেছো সাই সুদর্শন।‘ সাই তাঁর ইনিংসে মারেন আটটা চার ও ছটা ছক্কা। স্ট্রাইক রেট ২০৪.২৫। ৬৭ রানের মাথায় শুভমন গিল (Shubman Gill) আউট হওয়ার পর ঋদ্ধিমান সাহার সঙ্গে দারুণ ইনিংস গড়ে তোলেন সাই। ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন বাঙালি উইকেটকিপার ব্যাটার। পাঁচটা চার ও একটা ছক্কা মারেন তিনি। মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৪২ বলে ৬৪ রান যোগ করেন দুই ব্যাটার।


এরপরেও ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গেও দারুণ জুটি গড়েন সাই। মাত্র ৩৩ বলে ৮১ রান করেন তাঁরা। ১২ বলে ২১ রান করে অপরাজিত থাকেন তিনি। রশিদ খান শেষদিকে নেমে ২ বল খেললেও রান করতে পারেননি। 
দ্বিতীয় ইনিংস শুরু হতেই বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ম্যাচ। রাত ১২টা ১০ মিনিটে ফের শুরু হয় ম্যাচ। সেই সময়  CSK-কে ৮৭ বলে করতে হত ১৬৭ রান। 

দুই দলে কারা আছেন?
CSK:  রুতুরাজ গায়কওয়াড়,  ডেভন কনওয়ে,  অজিঙ্কা রাহানে,  মঈন আলি,  অম্বাতি রাইডু,  রবীন্দ্র জাদেজা,  এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার),  দীপক চাহার,  তুষার দেশপান্ডে, মহেশ থিক্সানা, মহেশ পাথিরানা
সাব: শিবম দুবে, মিচ স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং
GT:  শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি
সাব: জোশ লিটল, ওডিয়ান স্মিথ, কেএস ভারত, শিবম মাভি, আর সাই কিশোর  

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement