Advertisement

IPL 2023 Final GT vs CSK Update: শেষ ২ বলে ১০ জাদেজার, GT-কে হারিয়ে পঞ্চমবার IPL চ্যাম্পিয়ন ধোনির CSK

২৮ মে ম্যাচের সময় তুমুল বৃষ্টি হয়, যার কারণে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত টাইটানস (GT) একে অপরের মুখোমুখি হয়েছে। 

জাদেজাজাদেজা
Aajtak Bangla
  • আহমদাবাদ ,
  • 29 May 2023,
  • अपडेटेड 1:53 AM IST

২৮ মে ম্যাচের সময় তুমুল বৃষ্টি হয়, যার কারণে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচটি রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন গুজরাত টাইটানস (GT) একে অপরের মুখোমুখি হয়েছে। 

জাদেজার দুর্দান্ত ব্যাটিং-এ চ্যাম্পিয়ন চেন্নাই

শেষ দুই বলে ছক্কা ও চার মেরে জেতালেন জাদেজা। জেতার পরেও শান্ত ধোনি। 

আরও পড়ুন

প্রথম বল খেলতে নেমেই আউট ধোনি

চাপের মুখে উইকেট হারাচ্ছে চেন্নাই। গোল্ডেন 

পরপর দুই উইকেট হারাল চেন্নাই

কিছুটা চাপে পড়ে যাচ্ছেন চারবারের চ্যাম্পিয়নরা। শুরুটা ভালো করলেও পরে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই। যদিও রাহানে ও শিবম দুবে উইকেটে। 

দারুণ শুরু চেন্নাইয়ের

ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড দারুণ খেলছেন।

কঠিন টার্গেটের মুখে চেন্নাই

৮৭ বলে করতে হবে ১৬৭ রান। এরপর আবার বৃষ্টি হলে, টার্গেট বদলাতে পারে। 

বৃষ্টি কমলেও মাঠ শুকায়নি

মাঠ শুকতে সময় লাগছে। মনে হচ্ছে কিছু ওভার কমানো হতে পারে। 

বৃষ্টি শুরু

বৃষ্টিতে ফের বন্ধ ম্যাচ। এখান থেকে ম্যাচ শেষ হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাত।

শুরু হল দ্বিতীয় ইনিংসের খেলা

২১৫ রান করতে হবে চেন্নাইকে। এদিকে বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। বৃষ্টি শুরু হলে টার্গেট কী হবে? যদিও তা নির্ভর করছে কখন তা থামে তার ওপর।

২১৪ রানের ইনিংস গড়ল গুজরাত

দারুণ ইনিংস খেলেন সাই সুদর্শন। ২১৪ রান করে গতবারের চ্যাম্পিয়নরা। বড় লক্ষ্যের সামনে চেন্নাই সুপার কিংস।

৯৬ রান করে আউট সাই সুদর্শন

২১২ রানে ৩ উইকেট হারাল গুজরাত। ৯৬ রান করে আউট তিনি। 

৫৪ রান করে আউট ঋদ্ধিমান

৫৪ রান করে আউট ঋদ্ধিমান, ১৩১ রানে ২ উইকেট হারাল GT

৫০ করে ফেললেন ঋদ্ধিমান

দারুণ ছন্দে ঋদ্ধিমান। করে ফেললেন আরও একটা হাফ সেঞ্চুরি তাও আবার আইপিএল-এর ফাইনালের মঞ্চে।

Advertisement

১০ ওভারের ম্যাচ শেষ

১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে গুজরাত। 

আউট শুভমন গিল

উইকেটের পেছনে দুর্দান্ত ধোনি। জাদেজার বলে স্ট্যাম্প হয়ে ফিরলেন ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা গিল। ৬৭ রানে প্রথম উইকেট হারাল গুজরাত। 

৬ ওভার শেষ

পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে ৬২ রান করেছে গুজরাত। 

দারুণ ব্যাটিং ঋদ্ধিমানের

১৬ রান এল দীপক চাহারের ওভার থেকে। ২৪ রান করে ফেলল গুজরাত। দারুণ ছন্দে ঋদ্ধিমান। 

২ ওভার শেষ

উইকেট না হারালেও ৮ রান করেছে গুজরাত

ক্যাচ পড়ল গিলের

তুষার দেশপান্ডের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন গিল। তবে ধরতে পারেননি দীপক চাহার। 

২৫০তম ম্যাচ খেলতে নামছেন ধোনি

সবচেয়ে বেশি আইপিএল ম্যাচ খেলেছেন ধোনি। পঞ্চমবার ট্রফি জেতার লক্ষ্যে নামছেন তিনি।

দুই দলে কারা আছেন?

CSK:  রুতুরাজ গায়কওয়াড়,  ডেভন কনওয়ে,  অজিঙ্কা রাহানে,  মঈন আলি,  অম্বাতি রাইডু,  রবীন্দ্র জাদেজা,  এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার),  দীপক চাহার,  তুষার দেশপান্ডে, মহেশ থিক্সানা, মহেশ পাথিরানা

সাব: শিবম দুবে, মিচ স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং

GT:  শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি

সাব: জোশ লিটল, ওডিয়ান স্মিথ, কেএস ভারত, শিবম মাভি, আর সাই কিশোর

টসে জিতল চেন্নাই

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল চেন্নাই। দলে কোনও পরিবর্তন আসেনি। দলে পরিবর্তন করেনি গুজরাত টাইটান্সও। 

চলছে কিং-এর পারফরম্যান্স

সমাপ্তি অনুষ্ঠানে গান করে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের মাতালেন কিং। 

পরিষ্কার আকাশ আহমেদাবাদে

ভক্তদের জন্য সুখবর। মনে হচ্ছে টস নির্দিষ্ট সময়ে অর্থাৎ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে, ম্যাচটি সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement