Advertisement

IPL 2023 Impact Player: IPL-এ নতুন নিয়ম, খেলা ঘুরিয়ে দিচ্ছেন যে সব ইমপ্যাক্ট প্লেয়াররা

এবারের আইপিএল-এ (IPL 2023) এসেছে 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল' (Impact Player Rule)। আর এই নয়ম আরও বাড়িয়ে দিয়েছে আইপিএল-এর উত্তেজনা। আইপিএলের প্রাথমিক পর্বেই এর প্রভাব দেখা গিয়েছে। এই ইমপ্যাক্ট ক্রিকেটার দলকে হারানো ম্যাচ জিতিয়ে দিয়েছে। আরও বড় ব্যাপার হল, এই নিয়ম চালু হওয়ার ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে ওঠা ক্রিকেটারও নতুন পরিচয় পেয়েছেন। এমন ৫ জন ইমপ্যাক্ট ক্রিকেটার রয়েছেন যারা প্রথম পর্বে পরের দিকে নেমে খেলা ঘুরিয়ে দিয়েছেন। 

সুয়শ শর্মা, বিজয় শঙ্কর এবং ভেঙ্কটেশ আইয়ারসুয়শ শর্মা, বিজয় শঙ্কর এবং ভেঙ্কটেশ আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Apr 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • খেলা ঘুরিয়ে দিচ্ছেন ইমপ্যাক্ট ক্রিকেটাররা
  • আইপিএল-এ নতুন নিয়ম

এবারের আইপিএল-এ (IPL 2023) এসেছে 'ইমপ্যাক্ট প্লেয়ার রুল' (Impact Player Rule)। আর এই নয়ম আরও বাড়িয়ে দিয়েছে আইপিএল-এর উত্তেজনা। আইপিএলের প্রাথমিক পর্বেই এর প্রভাব দেখা গিয়েছে। এই ইমপ্যাক্ট ক্রিকেটার দলকে হারানো ম্যাচ জিতিয়ে দিয়েছে। আরও বড় ব্যাপার হল, এই নিয়ম চালু হওয়ার ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে ওঠা ক্রিকেটারও নতুন পরিচয় পেয়েছেন। এমন ৫ জন ইমপ্যাক্ট ক্রিকেটার রয়েছেন যারা প্রথম পর্বে পরের দিকে নেমে খেলা ঘুরিয়ে দিয়েছেন। 

১. 'ইমপ্যাক্ট প্লেয়ার' ভেঙ্কটেশ আইয়ার জিতিয়েছেন কেকেআর-কে

আহমেদাবাদে গুজরাত টাইটানস এবং কলকাতা নাইট রাইডার্সের (Gujarat Titans vs Kolkata Knight Riders) ম্যাচে রিংকু সিং (Rinku Singh) পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে ইতিহাস সৃষ্টি করেন এবং কেকেআরকে (KKR) জয় এনে দিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে মাতামাতি হলেও, এই ম্যাচে কলকাতার জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ৪০ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে গুজরাত টাইটান্স ২০৪ রান করেছিল। জবাবে রিংকু শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে জয় এনে দেন কলকাতাকে।

আরও পড়ুন

২. দিল্লিকে রুদ্ধশ্বাস ম্যাচে হারান ইমপ্যাক্ট প্লেয়ার টিম ডেভিড

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টিম ডেভিড (Tim David) দারুণ ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় পান। এই ম্যাচেও শেষ বলে দলকে জেতান। শেষ বলে দিল্লিকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বই। এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকা ক্রিকেট অনুরাগীদের মনে থাকবে। ১৯তম ওভারে, মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে টিম ডেভিড এবং ক্যামেরন গ্রিন দিল্লির বোলার মুস্তাফিজুর রহমানকে দুটি ছক্কা মেরে মোট ১৫ রান করেন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ৫ রান। শেষ বলে 'ইমপ্যাক্ট প্লেয়ার' টিম ডেভিড স্ট্রাইকে ছিলেন তিনিই করেন ২ রান।

৩. অম্বাতি রায়ডু মুম্বইকে হারান 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই প্রথম ইনিংসে ১৫৭ রান করে। জবাবে চেন্নাই সুপার কিংস ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। ইমপ্যাক্ট প্লেয়ার আম্বাতি রায়ডু এই ম্যাচে চেন্নাইকে জিততে সাহায্য করেছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে  ১৬ বলে ২০ রানের ইনিংস খেলে নটআউট থাকেন। যা চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়।

৪. কেকেআর-এর সুয়শ শর্মা ৩ উইকেট নেন 

ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচে স্পিনার সুয়শ শর্মা দারুণ বল করেন। তিনিই ছিলেন নাইটদের ইমপ্যাক্ট ক্রিকেটার। সুয়াশ ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। আইপিএল-এ প্রথম ম্যাচেই সকলকে চমকে দেন তরুণ স্পিনার। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর ইডেনে বিরাট কোহলির আরসিবি-র মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই ম্যাচে দারুণ বল করেন কলকাতার স্পিনাররা। আর তাদের মধ্যে সুয়শ সকলকে চমকে দেন।

৫. প্রথম ম্যাচেই পার্থক্য গড়েছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার 

এই আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৭৮ রান করে। জবাবে গুজরাত ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে প্রথম উইকেট হারানোর পরই সাই সুদর্শনকে নামিয়ে দেয় গুজরাত। সাই ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলেন। যিনি গুজরাতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম কী?

এবারের আইপিএল ২০২৩-এ ক্রিকেটকে আকর্ষণীয় করতে অনেক ধরনের নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম। এই নিয়ম অনুসারে, যে কোনোও দল পরিস্থিতি অনুযায়ী তাদের দলে একজন প্রভাবশালী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে।'ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম' অনুযায়ী, উভয় দলকেই ১১ জন ক্রিকেটারকে বাদ দিয়েও ৫ জন বিকল্প খেলোয়াড় নাম দিতে হবে। এই পাঁচজনের মধ্যে একজন  'ইমপ্যাক্ট প্লেয়ার' মাঠে নামেন। ইমপ্যাক্ট প্লেয়ার ব্যাটিং এবং বোলিং দু'টোই করতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement