ক্রিকেটের বাইশ গজে রয়েছেন একেবারে আগুনে ফর্মে। নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, মাঠের বাইরেও বেশ খাদ্যরসিক। এবার কলকাতার রসগোল্লার প্রেমে মজেছেন তিনি।
মূলত, গুরবাজ আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেটার। তবে ক্রিকেট, ভারতীয় সিনেমা (Indian Film) এবং ভারতীয় খাবারের (Indian Foods) প্রতি তাঁর ভীষণ উৎসাহ। কেকেআর (KKR) এই মরশুমে যেখানে যেখানে খেলতে গিয়েছে, সেই সমস্ত জায়গার স্থানীয় খাবার চেখেও দেখেছেন এই ওপেনার। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে গিয়ে, সেখানকার বিরিয়ানি সম্পর্কেও আগ্রহী হয়ে পড়েন গুরবাজ (Rahmanullah Gurbaj)। কলকাতা, নাইটদের নিজেদের শহর। ফলে, এই শহরের খাদ্যাভাসের সঙ্গেও পরিচিত হয়েছেন গুরবাজ। আর সেই সূত্রেই, কলকাতার রসগোল্লার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।
ভারতীয় সিনেমা সম্পর্কে বেশ ভালোরকম ওয়াকিবহাল, নাইটদের এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেই জায়গা থেকেই, শাহরুখ খান (Shah Rukh Khan) প্রসঙ্গে মুগ্ধ গুরবাজ। তিনি জানাচ্ছেন, ‘আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মত। আমি শাহরুখ খানের মস্ত বড় ফ্যান। আমি শাহরুখ খানের দলের হয়ে খেলছি। আমি তাই কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেয়ে তৃপ্ত। এইজন্য নাইট ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই।‘
চলতি আইপিএলে (IPL 2023), ইডেনে নাইটদের প্রথম ম্যাচে খেলা দেখতে এসেছিলেন দলের মালিক শাহরুখ খান স্বয়ং। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে বড় জয় পায় কেকেআর। তারপরই সাজঘরে গিয়ে, গোটা দলকে অভিনন্দন জানান শাহরুখ খান। সেই সাক্ষাৎ যেন কিছুতেই ভুলতে পারছেন না এই আফগান ক্রিকেটার। সেই মুহূর্তের মুগ্ধতা বারবার তাঁর কথায় ফুটে উঠল। গুরবাজ বলছেন, ‘সেটি একটি সেরা মুহূর্ত ছিল আমার কাছে। বিশ্বের অন্যতম একজন সেরা অভিনেতা তিনি। যেভাবে আমার সঙ্গে কথা বলেছেন, আমি আশা করিনি। অত্যন্ত বিনয়ী ব্যবহার করেছেন, যা আমার কাছে অপ্রত্যাশিত। আমার জীবনের অন্যতম একটি সেরা মুহূর্ত, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া।‘
যদিও নাইট ওপেনার রহমনউল্লাহ গুরবাজের ক্রিকেটার হয়ে ওঠার পথটি খুব একটা সহজ ছিল না। তাঁর পরিবারের কোনও ধারণাই ছিল না এই খেলা সম্পর্কে। আফগানিস্তান ক্রিকেট টিমের তৎকালীন অধিনায়ক নুরজমঙ্গলকে দেখে অনুপ্রাণিত হন গুরবাজ। এমনকি, তাঁর সঙ্গে দেখাও করেন তিনি এবং সাহায্যও পান। আর্ন্তজাতিক ক্রিকেটে (International Cricket) তাঁর রোল মডেল মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর খেলা দেখে শেখার চেষ্টা করেছেন গুরবাজ। একসময় ফুটবলও খেলেছেন, পজিশন ছিল গোলরক্ষক। ফলে, সেখান থেকেই উইকেটকিপার হয়ে ওঠা।
চলতি বছর, ভারতের বুকে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup) আসর। তার কয়েকমাস আগে, এই আইপিএলের অভিজ্ঞতা ভীষণ গুরুত্বপূর্ণ তাঁর কাছে। এই অভিজ্ঞতা, আগামী বিশ্বকাপে খেলার সময় তাঁকে সাহায্য করবে বলেই মনে করছেন আশাবাদী গুরবাজ।