Advertisement

IPL 2023, KKR vs GT: রুদ্ধশ্বাস ম্যাচ, শেষ ওভারে ২৯ রান করে KKR-কে জেতালেন রিঙ্কু

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। ঘরের মাঠে বিরাট কোহলির আরসিবি-কে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামছেন নীতিশ রানারা।  

রিঙ্কু সিংরিঙ্কু সিং
Aajtak Bangla
  • আহমদাবাদ ,
  • 09 Apr 2023,
  • अपडेटेड 7:24 PM IST
  • ২০৫ করতে হবে কেকেআর-কে
  • ৬৩ রানের দারুণ ইনিংস শঙ্করের

আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কেকেআর। ঘরের মাঠে বিরাট কোহলির আরসিবি-কে হারিয়ে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামছেন নীতিশ রানারা।  

রুদ্ধশ্বাস জয় নাইটদের

শেষ ওভারে পাঁচটা ছক্কা মারলেন রিঙ্কু সিং। শেষ ওভারে ৩০ রান করে কেকেআরকে ম্যাচ জেতালেন রিঙ্কু সিং। 

আরও পড়ুন

শেষ ওভারে ২৯ রান দরকার

শেষ ২ ওভারে ৪২ রান দরকার ছিল কেকেআর-এর। ১৩ রান এল ওভার থেকে। শেষ ওভারে ২৯ রান করতে হবে কেকেআর-কে। 

হ্যাটট্রিক রশিদ খানের

দিনটা একেবারেই ভালভাবে শুরু করতে পারেননি রশিদ খান। নিজের শেষ ওভার বল করতে এসে হ্যাটট্রিক করে দলকে দাতুন জায়গায় নিয়ে গেলেন গুজরাত অধিনায়ক। শুরুতে আন্দ্রে রাসেলকে আউট করার পরের বলেই সুনীল নারিন বড় শট খেলতে গিয়ে আউট হন। পরের বলে শার্দূল ঠাকুর লেগ বিফোর হন। ডিআরএস নিলেও সিদ্ধান্ত বদলায়নি। ১৫৭ রানে ৭ উইকেট হারায় কলকাতা।

আউট নীতিশ

৫০ মিস করলেন কেকেআর ক্যাপ্টেন। ৪৫ রান করে আউট রানা। ১২৮ রানে ৩ উইকেট হারাল কেকেআর। আলজারি জোসেফের বলে আউট রানা। 

৫০ ভেঙ্কটেশ আইয়ারের

দুর্দান্ত হাফ সেঞ্চুরি ভেঙ্কটেশ আইয়ারের। ১০০ পেরল কেকেআর। ১৩ ওভার শেষে কেকেআর-এর রান ২ উইকেটে ১২৮। ৪২ বলে দরকার ৭৭ রান। 

পাওয়ার প্লে শেষ

৬ ওভারের খেলা শেষ। ২ উইকেটে ৪৩ রান করেছে কেকেআর। ৮৩ বলে ১৬১ রান দরকার। 

আবারও উইকেট হারাল কেকেআর

পাওয়ার প্লের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলল কেকেআর। ৮ বলে মাত্র ৬ রান করে করে আউট হলেন নারায়ণ জগদীশন। ডিপ স্কোয়ার লেগে তাঁর ক্যাচ ধরেন মনোহর। 

আউট হলেন গুরবাজ

শুরুটা আগের দিনের মতো করলেও ব্যর্থ হলেন গুরবাজ। ১২ বলে ১৫ রান করে আউট হন তিনি। ২০ রানেই প্রথম উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। উইকেট নিলেন শামি। 

Advertisement

২০৪ রানে শেষ গুজরাতের ইনিংস

গুজরাতের ইনিংস শেষ হল ২০৪ রানে। শেষদিকে দারুণ ব্যাট করলেন গুজরাত ব্যাটাররা। 

২০০ পেরল গুজরাত

শেষ ওভারে ২০০ পেরিয়ে গেল গুজরাত টাইটান্স। 

দুর্দান্ত ইন্নিংস বিজয় শঙ্করের

মাত্র ২৪ বলে ৬৩ রানের ইনিংস বিজয় শঙ্করের। লকি ও শার্দূলের ওভারে প্রচুর রান নিয়ে নেন গুজরাত ব্যাটার। লকির ওভারে আসে ২৫ রান। শেষ ওভারে ২০ রান দেন শার্দূল। পাঁচটা ছক্কা ও চারটি চারে সাজান তাঁর ইনিংস।  

৩ উইকেট হারাল গুজরাত

আউট হলেন ইমপ্যাক্ট সাব অভিনাভ মনোহর। দারুণ গুগলিতে তাঁর উইকেট নিলেন সুয়াশ। ৮ বলে ১৪ রান করে আউট গুজরাত ব্যাটার। ৩ উইকেটে ১২১ গুজরাত টাইন্টান্সের রান। 

চোট পেলেন গুরবাজ

চোট পেয়ে মাঠে পড়ে রয়েছেন নাইট উইকেটকিপার গুরবাজ। সুয়াশের ওভারে দারুণ থ্রোতে উইকেট ভাঙেন লকি। বল কিছুদূর যাওয়ায় সিঙ্গল চুরি করেন দুই ব্যাটার। সেই সময় বল ধরতে গিয়ে চোট পান গুরবাজ। 

আবারও উইকেট নিলেন নারিন

উইকেট পেলেন নারিন। গিল আউট হলেন বড় শট খেলতে গিয়ে। ৩১ বলে ৩৯ রান করে আউট গিল। 

৫০ রানের জুটি

প্রাথমিক ধাক্কা সামলে ৫০ রানের জুটি গড়ে তোলেন সাই সুদর্শন ও শুভমন গিল। 

আউট ঋদ্ধিমান

নারিন আসতেই আউট হলেন ঋদ্ধিমান সাহা।  ৩৩ রানে প্রথম উইকেট হারাল গুজরাত। দারুণ ক্যাচ ধরলেন জগদীশন। ১৭ বলে ১৭ রান করে আউট হলেন ঋদ্ধি। 

টসে জিতল গুজরাত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত গুজরাতের। 

দুই দলের প্রথম একাদশ 

গুজরাত টাইটান্স: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (WK), সাই সুধারসন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান (C), আলজারি জোসেফ, জোশ লিটল, যশ দয়াল, মহম্মদ শামি

কলকাতা  নাইট রাইডার্স: রহমানুল্লাহ গুরবাজ (wk), নীতীশ রানা (c), এন জগদীসান, রিংকু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, সুয়শ শর্মা, বরুণ চক্রবর্তী

বাদ পড়লেন হার্দিক

শরীর খারাপ থাকায় বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় দলে এলেন বিজয় শঙ্কর। 

কলকাতা নাইট রাইডার্স দলে দুটি পরিবর্তন

টিম সাউদির বদলে দলে এলেন লকি ফার্গুসন। বাদ পড়লেন মনদীপ সিং। দলে এলেন জগদীশন।  

Read more!
Advertisement
Advertisement