Advertisement

IPL 2023 Kolkata Knight Riders: 'ফ্যান হয়ে গিয়েছি...' রিঙ্কুর ব্যাটিং-এর ঘোর আজও কাটছে না লিটনের

এখনও রিঙ্কু সিং-এর (Rinku Singh) ইনিংসের ঘোর কাটছে না কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকদের। একই অবস্থা তাঁর সতীর্থ লিটন দাসেরও (Litton Das)। বাংলাদেশের (Bangladesh) তারকা কিছুদিন আগেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে কলকাতায় এসে গিয়েছেন লিটন।

লিটন দাস ও রিঙ্কু সিংলিটন দাস ও রিঙ্কু সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2023,
  • अपडेटेड 9:05 AM IST
  • মুগ্ধ লিটন
  • কেকেআর-এর সতীর্থকে প্রশংসা লিটনের

এখনও রিঙ্কু সিং-এর (Rinku Singh) ইনিংসের ঘোর কাটছে না কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকদের। একই অবস্থা তাঁর সতীর্থ লিটন দাসেরও (Litton Das)। বাংলাদেশের (Bangladesh) তারকা কিছুদিন আগেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে কলকাতায় এসে গিয়েছেন লিটন।
 
গুজরাতের বিরুদ্ধে রিঙ্কুর বিধ্বংসী সম্পর্কে লিটন বললেন, ‘আমি ওর ফ্যান হয়ে গিয়েছি। শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে জেতানো এটা একটা অসাধারণ ব্যাপার। ওর সতীর্থ হিসেবে আমার গর্ববোধ হচ্ছে। আমি রিঙ্কুর ইনিংসটা পুরো দেখতে পারিনি। তখন আমি সবেমাত্র বিমানবন্দরে নেমেছিলাম।’ এই মাসের শেষেই লিটন দাস ফের ফিরে যাবেন বাংলাদেশের হয়ে খেলতে। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে যাবে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে লিটনকে রাখা হয়েছে। ফলে তাঁকে ইংল্যান্ডে যেতেই হবে। এরপরেও কেকেআর ম্যানেজেমেন্ট লিটনের উপর ভরসা রেখেছে। 

বাংলাদেশের (Bangladesh) আয়ারল্যান্ড সিরিজ থাকায় লিটন এবং শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) পায়নি কেকেআর (KKR)।  একটা সমস্যা থেকেই যাচ্ছে। চার বিদেশী কারা হবেন? কারণ, ওপেনিং-এ  আফগানিস্তানের (Afghanistan) রহমনউল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) রয়েছেন। তিনি বেশ ভালো খেলছেন। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে দারুণ হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। আহমেদাবাদে তিনি রান পেয়ে গেলে হায়দরাদরাবাদের বিরুদ্ধে ম্যাচে লিটনের জায়গা পাওয়া কঠিন হবে। ওপেনিং-এ দুই বিদেশী নিয়ে কোটা ভরাতে চাইবেন না নীতিশ রানারা (Nitish Rana)। ফলে লিটনের জায়গা পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। লিটন আবার উইকেটকিপিংও করেন। তবে যে ফর্মে আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ রয়েছেন তাতে তাঁকে সরিয়ে লিটনকে এখনই খেলানোর কথা নাও ভাবতে পারে কেকেআর। 

আরও পড়ুন

ইতিমধ্যেই কলকাতার দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন লিটন। মঙ্গলবার, সিসিএফসি-তে (CCFC) ছিল কেকেআর-এর ঐচ্ছিক অনুশীলন। সেখানেই ব্যাট হাতে নেমে পড়েন লিটন। আর বাংলাদেশ থেকে শাকিবের বার্তা, 'লিটন যদি ওর নিজের ছন্দে খেলতে পারে, তা হলে অবশ্যই সফল হবে।' কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন বাংলাদেশি ব্যাটার। যদিও টিম ম্যানেজমেন্ট লিটনের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই জানানো হয়েছে। শাকিব আল হাসান জানিয়ে দিয়েছন, পারিবারিক কারণে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না তিনি। ঠিক সেই সময় আরও এক তারকা দলে যোগ দেওয়ায়, কেকেআর-এর শক্তি যে অনেকটাই বেড়ে গেল তা বলাই যায়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement