Advertisement

IPL 2023 Play Offs: চিপকে আবার নামছেন ধোনি, প্লে অফের লড়াইয়ে CSK vs GT; বাকি ম্যাচ কবে?

আইপিএল-এর (IPL 2023) প্লে অফের ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে চারটি দল প্লে অফে উঠে গিয়েছে। প্রথম ম্যাচে চিপকে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2023,
  • अपडेटेड 2:13 PM IST

আইপিএল-এর (IPL 2023) প্লে অফের ম্যাচ শুরু হচ্ছে আজ থেকে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে চারটি দল প্লে অফে উঠে গিয়েছে। প্রথম ম্যাচে চিপকে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।


এই দুটি দল ছাড়াও প্লে অফে জায়গা করে নিয়েছে চতুর্থ দল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)ও লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। আজকের ম্যাচে যারা হারবে তাদের জন্য আবারও সুযোগ থাকবে ফাইনালে চলে যাওয়ার। এবারের আইপিএল-এর গ্রুপ পর্বে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। চেন্নাই (CSK) ছিল দ্বিতীয় স্থানে। আর তিন নম্বরে শেষ করেছে লখনউ সুপার জায়েন্টস। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই-এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিটকে যায়। ফলে প্লে অফে চলে আসে মুম্বই ইন্ডিয়ান্স।  প্লে অফে দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ হবে তারপর ফাইনাল ম্যাচ খেলা হবে। সূচি অনুযায়ী, প্রথমে চেন্নাই এবং গুজরাত প্রতিদ্বন্দ্বিতা করবে। 

আরও পড়ুন: রিঙ্কুর কাঁধে মাথা দিয়ে বসে KKR ক্যাপ্টেনের স্ত্রী, ব্যাপারটা কী ?

কোয়ালিফায়ার-১ এর বিজয়ী ফাইনাল খেলবে
তিন ও চার নম্বরে থাকা দুই দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে ২৪ মে। এই ম্যাচে লখনউ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে।
কোয়ালিফায়ার-১ এর বিজয়ী সরাসরি ফাইনালে উঠবে। এই ম্যাচে যে দল হারবে তারা আরেকটি সুযোগ পাবে। কোয়ালিফায়ার-২ এ তাকে এলিমিনেটরের বিজয়ীর মুখোমুখি হতে হবে। অর্থাৎ এলিমিনেটর খেলা দলগুলোকে ফাইনালে উঠতে দুটি ম্যাচ খেলতে হবে। প্রথমে এলিমিনেটর এবং তারপর কোয়ালিফায়ার-২। এমন পরিস্থিতিতে যে দল কোয়ালিফায়ার-২ জিতবে তারা ফাইনালে কোয়ালিফায়ার-১-এর বিজয়ীর মুখোমুখি হবে।

Advertisement
হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া

আরও পড়ুন: সবুজ মেরুন জার্সিতে ইডেনে ঢুকতে বাধা, পাল্টা প্রতিক্রিয়া দিল KKR

 লখনউ  ও গুজরাতের ফাইনাল ম্যাচ হতে পারে
গুজরাত দল কোয়ালিফায়ার-১ জিতে ফাইনালে পৌঁছলে, অধিনায়ক হিসেবে দুই ভাইয়ের লড়াইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এর জন্য, লখনউকে ক্রুনাল পান্ডিয়ার অধিনায়কত্বে প্রথমে এলিমিনেটরে এবং তারপর কোয়ালিফায়ার-২-এর ম্যাচে লখনউকে জিততে হবে।


 

আইপিএল প্লে অফ সময়সূচী

কোয়ালিফায়ার-১
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটানস - ২৩ মে - চেন্নাই

এলিমেনেটর
লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স
কোয়ালিফায়ার-২
কোয়ালিফায়ার ১ হেরে যাওয়া দল বনাম এলিমিনেটর বিজয়ী - ২৬ মে - আহমেদাবাদ

ফাইনাল
কোয়ালিফায়ার-১-এর বিজয়ী বনাম কোয়ালিফায়ার-২-এর বিজয়ী - ২৮ মে - আহমেদাবাদ 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement