আইপিএল-এর (IPL 2023) প্লে অফের লড়াইয়ে কোনওমতে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। খাতায় কলমে এখনও নীতীশ রানাদের (Nitish Rana) সামনে সুযোগ রয়েছে। যদিও সেই অঙ্ক বাস্তবে মেলানো সম্ভব কিনা তা সময় বলবে।
কীভাবে কেকেআর যেতে পারে প্লে অফে?
শনিবার সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) কাছে হেরে যাওয়ায় কেকেআর-এর আশা আরও ক্ষীণ হয়েছে। তবে এটা আইপিএল-এর মঞ্চ। এখানে অনেকসময়ই অনেক ঘটনা ঘটে যা সাধারণভাবে বিশ্বাস করা যায় না। কলকাতা যদি শেষ দুই ম্যাচ জিততে পারে তবে ১৪ পয়েন্ট পৌঁছে যাবে কেকেআর। তবে প্লে অফে পৌঁছতে হলে আরও সাত শর্ত মানতে হবে। রাজস্থান রয়্যালসকে হারতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। পরের ম্যাচে হায়দরাবাদকে গুজরাতের বিরুদ্ধে হারতে হবে। লখনউকে হারতে হবে মুম্বইয়ের বিরুদ্ধে। পঞ্জাবকে হারতে হবে দিল্লির বিরুদ্ধে। আরও দুটি ম্যাচ হারতে হবে আরসিবিকে। তার সঙ্গেই পঞ্জাবকে জিততে হবে রাজস্থানের বিরুদ্ধে।
তবে তাতেও কেকেআর-এর প্লে অফে যাওয়া নিশ্চিত হবে না। দুই ম্যাচ জিততে পারলে ১৪ পয়েন্টে পৌঁছবে কেকেআর। আর অন্যদিকে এই সমস্ত অঙ্ক মিললে পঞ্জাবেরও পয়েন্ট হবে ১৪। তখন চতুর্থ স্থানের ক্ষেত্রে নেট রানরেট একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। নেট রানরেটই ঠিক করে দেবে, কারা প্লে অফে যাবে।
সুতরাং অঙ্ক বেশ কঠিন কলকাতার। তবুও চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হবে কলকাতাকে। কারণ, সব অঙ্ক মিললেও, রানরেট বাড়িয়েই রাখতে হবে কলকাতাকে। নয়ত পঞ্জাবই শেষ চারে পৌঁছে যাবে।
ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের ফলে বেশ সমস্যায় পড়তে হয়েছে কেকেআর-কে। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কেকেআর (KKR)। নাইটদের হয়ে বেশ ভালো পারফর্ম করেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তাঁর ৪২ বলে ৫৭ রানের ইনিংস, ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দলের জন্য। যদিও বাকি ব্যাটসম্যানরা সেইভাবে রান পাননি।