Advertisement

IPL 2023 RCB vs RR: মাত্র ৫৯ রানে অল আউট, RCB-র বিরুদ্ধে লজ্জার হার রাজস্থান রয়্যালসের

মাত্র ৫৯ রানে সমস্ত উইকেট হারাল রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে আইপিএল থেকে কার্যত বিদায় নিল রাজস্থান। শুরুতে ব্যাট করে রাজস্থানকে ১৭২ রানের টার্গেট দেয় আরসিবি। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোররয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Aajtak Bangla
  • জয়পুর,
  • 14 May 2023,
  • अपडेटेड 9:44 AM IST
  • ৫৯ রানেই শেষ ইনিংস
  • বড় ব্যবধানে জয় আরসিবি-র

মাত্র ৫৯ রানে সমস্ত উইকেট হারাল রাজস্থান রয়্যালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে আইপিএল থেকে কার্যত বিদায় নিল রাজস্থান। শুরুতে ব্যাট করে রাজস্থানকে ১৭২ রানের টার্গেট দেয় আরসিবি। 

IPL-এর ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর
রাজস্থানের ইনিংস শেষ হয়ে যায় ১০.৩ ওভারেই। ঘরের মাঠে লজ্জার হার জস বাটলারদের। এটাই আইপিএল-এর ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন স্কোর। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। ফাফ ডু প্লেসি আবারও হাফ সেঞ্চুরি করেন। ৪৪ বলে ৫৫ রান করে আউট হন আরসিবি ক্যাপ্টেন। তাঁর ইনিংসে ছিল তিনটে চার ও ২টো ছক্কা। দারুণ ব্যাট করেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৩ বলে ৫৪ রানের ইনিংসে ছিল পাঁচটা চার ও তিনটে ছক্কা। 
যদিও এরপর একেবারেই ব্যর্থ আরসিবি মিডল অর্ডার। শেষদিকে অনুজ রাওয়াত মাত্র ১১ বলে ২৯ রানের ইনিংস খেলে দলের রান কিছুটা সম্মানজনক জায়গায় নিয়ে যান। অনুজ মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে আরসিবি। 

আরও পড়ুন

শুরু থেকেই উইকেট হারায় রাজস্থান
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। প্রথম ওভারেই গত ম্যাচের নায়ক যশশ্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান। উইকেট নেন মহম্মদ সিরাজ। জস বাটলারও ০ রান করেই আউট হন। একমাত্র শিমরান হেটমায়ার ১৯ বলে ৩৫ রান করে কিছুটা আশা জাগালেও দলকে জেতাতে পারেননি। তিনি আর জো রুট ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। 

তিন উইকেট তুলে নেন ওয়েন পার্নেল। দু’টি করে উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল ও করণ শর্মা। একটি করে উইকেট মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।    

Advertisement

আইপিএলে সর্বনিম্ন ইনিংস স্কোর
৪৯ - RCB বনাম KKR, কলকাতা, ২০১৭
৫৮ - RR বনাম RCB, কেপ টাউন, ২০০৯
৫৯ - RR বনাম RCB, জয়পুর, ২০২৩
৬৬ - DC বনাম MI, দিল্লি, ২০১৭

 

Read more!
Advertisement
Advertisement