Advertisement

IPL 2023 Shubhman Gill: রান তাড়া করতে নেমে ৫২ বলে ১০০, বিরাটকে ছাপিয়ে চিন্নাস্বামীতে নায়ক গিল

শুভমন গিলের সেঞ্চুরিতে আইপিএল থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটের শতরানেও প্লে অফে যেতে পারল না আরসিবি। দ্বিতীয়বার এক ম্যাচে দুই ক্রিকেটার সেঞ্চুরি করলেন। যার ফলে টানটান উত্তেজনা বজায় থাকল শেষ পর্যন্ত।

শুভমন গিলশুভমন গিল
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 22 May 2023,
  • अपडेटेड 8:02 AM IST

শুভমন গিলের সেঞ্চুরিতে আইপিএল থেকে বিদায় নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটের শতরানেও প্লে অফে যেতে পারল না আরসিবি। দ্বিতীয়বার এক ম্যাচে দুই ক্রিকেটার সেঞ্চুরি করলেন। যার ফলে টানটান উত্তেজনা বজায় থাকল শেষ পর্যন্ত।


এই ম্যাচের আগে অঙ্ক খুব সহজ ছিল, আরসিবি জিতলে তারা যাবে শেষ চারে। আর বিরাটরা হারলে প্লে অফে যাবেন রোহিতরা। এমন ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফাফ ডু প্লেসি। দারুণ শতরান করেন বিরাট কোহলি। এদিন প্রায় একার কাঁধে রয়্যাল চ্যালেঞ্জার্সেরর রান দুশোর কাছে পৌঁছে দিলেন একদিকে ধরে রেখে। বিরাটের কাঁধে ভর দিয়ে আরসিবি (RCB) ১৯৭ রানে পৌঁছয়। তবুও শেষরক্ষা হল না। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় গুজরাত। আউট হন ঋদ্ধিমান সাহা। 


যদিও দারুণ ব্যাট করেন শুভমন গিল। মাত্র ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষে ছক্কা মেরে ম্যাচ জেতান গুজরাত ওপেনার। তাঁর ইনিংসে ছিল পাঁচটা চার ও আটটা ছক্কা। মাঝে ডেভিড মিলার ও দাশুন শনকা আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে যেতে হয়েছিল গুজরাতকে। যদিও ১৮ তম ওভারে হার্ষাল প্যাটেল ১১ রান খেয়ে যাওয়ায় উল্টে চাপে পড়ে যায় আরসিবি। শেষ ওভারের প্রথম বলেই নো করে বসেন ওয়েন পার্নেল। ফ্রি হিট বলও ওয়াইড করেন তিনি। এর পরের বলেই ছক্কা মেরে দলে ম্যাচ জেতান গিল। 

আরও পড়ুন


বিজয় শঙ্করও তাঁর সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন। ৩৫ বলে ৫৩ রান করে আউট হন তিনি। তিনি মারেন সাতটা চার ও দু’টো ছক্কা। এবারেও চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে গুজরাত। সবার আগে প্লে অফে পৌঁছে গিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। লিগ পর্যায়ও শেষ করলেন আরসিবি-র বিরুদ্ধে জয় দিয়ে। 

Read more!
Advertisement
Advertisement