বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চার বছর পর ঘরের মাঠের দর্শকদের সামনে আইপিএল খেলতে নামছে কলকাতা। নাইটদের সেই ম্যাচে টিকিটের চাহিদাও তুঙ্গে। শুধু তো টিকিট কাটলেই হবে না, কিছু নির্দেশ না মানলে সমস্যায় পড়তে হবে দর্শকদের। কাতার বিশ্বকাপে (Qatar WorldCup 2022) দর্শকদের জন্য কড়া নির্দেশ ছিল। নিষিদ্ধ ছিল রাজনৈতিক পোস্টার। এবার তেমনই নির্দেশিকা আইপিএল-এও (IPL 2023)। ম্যাচ দেখতে গেলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে?
কী কী নির্দেশ মেনে চলতে হবে?
আইপিএলকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিভিন্ন সময় ভারতের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে সিএএ (CAA) এবং এনআরসি (NRC) বিরোধী আন্দোলন। বিক্ষোভের জেরে পিছু হটতে হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। খেলার মাঠে নতুন করে সিএএ বা এনআরসি নিয়ে কোনও বিতর্ক চায় না বোর্ড। তাই নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের কোনও পোস্টার নিয়ে আইপিএল দেখতে যাওয়া যাবে না। রাজনৈতিক এবং সামাজিক ভাবে স্পর্শকাতর কোনও বিষয়ের উপরই পোস্টার বা ব্যানার নিয়ে ক্রিকেট মাঠে ঢোকার অনুমতি দেয় না বিসিসিআই। তবু এ বারের নির্দেশিকায় বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে সিএএ এবং এনআরসির কথা। শনিবার পর্যন্ত দিল্লি, আহমদাবাদ, মোহালি এবং লখনউয়ে আয়োজিত হয়েছে আইপিএলের ম্যাচ। সব ক্ষেত্রেই বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল।
কাতার বিশ্বকাপেও নিষিদ্ধ ছিল এমন পোস্টার
কাতার বিশ্বকাপেও দর্শকদের নিয়ে এমন নানা নির্দেশিকা জারি করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। রাজনৈতিক যে কোনও ব্যানার, পোস্টার নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় সমকামীতার সমর্থনে রংধনু পতাকাও। আ নিয়ে বিরাট বিতর্ক শুরু হয় গোটা বিশ্বজুড়ে। পরে রেনবো পতাকা নিয়ে ফ্যানদের ঢুকতে দেওয়া হলে রাজনৈতিক কোনও পোস্টার নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। আইপিএল নিয়েও এবার সে পন্থাই নিয়েছে বিসিসিআই। তবে এই শর্ত ভঙ্গ করলে কী শাস্তি হতে পারে, তা নিয়ে অবশ্য নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি নির্দেশিকায়।
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) একজন সিনিয়র কর্মকর্তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'টিকিট দেওয়া সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজির এখতিয়ারের মধ্যে। আমরা শুধু ফ্যাসিলিটেটর, যারা তাদের স্টেডিয়াম দিয়ে থাকি। টিকিট সংক্রান্ত পরামর্শ বা সতর্কতায় আমাদের কোনো ভূমিকা নেই।'