Advertisement

IPL 2024 Angkrish Raghuvanshi: রিভার্স স্যুইপে বিরাট ছক্কা রঘুবংশীর, মুগ্ধ শাহরুখ VIRAL VIDEO

বুধবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেন অংকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। আইপিএল-এর (IPL 2024) প্রথম ইনিংসে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন তিনি। বলিউডের কিং খান শাহরুখ খান (Shahrukh Khan) নিজের দলের এই তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানান। গুরগাঁওতে জন্মগ্রহন করলেও ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর রঘুবংশী মাত্র ১১ বছর বয়সে চলে যান মুম্বইতে।

রঘুবংশী ও শাহরুখ খানরঘুবংশী ও শাহরুখ খান
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 04 Apr 2024,
  • अपडेटेड 11:13 AM IST
  • রঘুবংশীর ছক্কার ভিডিও ভাইরাল
  • মুগ্ধ শাহরুখও

বুধবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দারুণ ব্যাটিং করেন অংকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। আইপিএল-এর (IPL 2024) প্রথম ইনিংসে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিলেন তিনি। বলিউডের কিং খান শাহরুখ খান (Shahrukh Khan) নিজের দলের এই তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানান। গুরগাঁওতে জন্মগ্রহন করলেও ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর রঘুবংশী মাত্র ১১ বছর বয়সে চলে যান মুম্বইতে।

মাত্র ১১ বছর বয়সে দিল্লি থেকে তাঁকে মুম্বই নিয়ে আসার পিছনে ছিলেন অভিষেক নায়ার। তাঁর অভিজ্ঞ চোখ প্রথম দর্শনেই চিনে নেয় এই প্রতিভাকে। নায়ার নিজেই নিজের ফ্ল্যাটের কাছাকাছিই থাকার জায়গা দেখে দেন তাঁকে। তখন থেকেই নায়ারের তত্ত্ববোধনে বেড়ে ওঠা। ২০২২ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দলের হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ২৭৮ রান আসে তাঁর ব্যাট থেকে। মুম্বইয়ের বয়সভিত্তিক দলের নির্বাচক অতুল রানডে বছর দুয়েক আগেই সংবাদমাধ্যমে বলেছিলেন তাঁর কথা। রোহিত শর্মার সঙ্গে রঘুবংশীর মিল খুঁজে পেয়েছেন অনেকেই । রোহিত এখন তারকা, আইপিএলের মতো মেগা মঞ্চে নিজের জাত চেনাচ্ছেন রঘুবংশী। প্রথম ম্যাচে খেলতে নেমেই যেসব শট খেলছিলেন তাতে বোঝাই যাচ্ছিল না মাত্র ১৮ বছর বয়স তাঁর। দুর্দান্ত টেম্পারমেন্টের সঙ্গে অনবদ্য শট তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

এদিন নিজের দুটো ছক্কা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন অংকৃষ রঘুবংশী। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের সময়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১তম ওভারটি করতে এসেছিলেন রাশিখ দার সালাম। এই ওভারে তাঁকে দুটো বড় ছক্কা হাঁকান রঘুবংশী। ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ করে থার্ড ম্যানের উপর থেকে ছক্কা মারেন তিনি। এরপরে ওভারের ছয় নম্বর বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা মারেন। এটি দেখে কেকেআর কর্ণধার শাহরুখ খানও উঠে হাততালি দিতে থাকেন। এই দুটি ছক্কা মারার পরে অংকৃষ রঘুবংশীকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অনেকেই তাঁর প্রশংসা করতে থাকেন। এর মাঝেই অংকৃষ রঘুবংশীর এই ছক্কা মারার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। 

Advertisement

২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন রঘুবংশী। তাঁর ইনিংসে ছিল পাঁচটা চার ও তিনটে বিরাট ছক্কা। স্ট্রাইক রেট ঠিক ২০০। সুনীল নারিন যখন ঝোড়ো ইনিংস শুরু করেছেন সেই সময়ই আউট হয়ে ফিরে গিয়েছেন ফিল সল্ট। তবে সল্ট আউট হওয়ার পরেও আক্রমণের রাস্তা থেকে সরে আসতে হয়নি কেকেআর-কে। তার কারণ নারিনের পাশাপাশি চালিয়ে খেলছিলেন এই তরুণ রঘুবংশীও। এই দুই তারকার বিস্ফোরক ব্যাটিং-এ ভর করে বড় রানের ভিত গড়ে ফেলে কলকাতা। শ্রেয়াস আইয়ারদের ইনিংস শেষ হয় ২৭২ রানে। একটা সময় মনে করা হচ্ছিল, এবারের আইপিএল-এর সর্বোচ্চ রান ২৭৭-ও পেরিয়ে যাবে কেকেআর। তবে শেষ ওভারে কিছুটা রাশ টানেন দিল্লির অভিজ্ঞ বোলার ইশান্ত শর্মা।       

Read more!
Advertisement
Advertisement