Advertisement

IPL 2024 KKR vs LSG: 'IPL-এর সেরা ক্যাচ' ২১ মিটার দৌড়ে অবিশ্বাস্য ক্যাচ রমনদীপের VIDEO VIRAL

এবারের আইপিএল-এ সেরা ক্যাচটাই কি রবিবার রাতে ধরলেন কেকেআর ক্রিকেটার রমনদীপ সিং? তেমনটাই মত ধারাভাষ্যকারদের। ২৩৫ রান তাড়া করতে নেমে লখনউ ওপেনার আর্শিন কুলকর্নির ব্যাটে লেগে বলটা যখন হাওয়ায়, তখন কেউই ভাবতে পারেননি এটাও ক্যাচ হতে পারে। কিন্তু সেই অসম্ভবই সম্ভব করলেন রমনদীপ সিং। গত বছর বিশ্বকাপ ফাইনালে ট্রেভিস হেড এমন একটা ক্যাচ নিয়েই ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন। রোহিত শর্মার ক্যাচ ধরেন তিনি। 

রমনদীপ সিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2024,
  • अपडेटेड 11:02 PM IST

এবারের আইপিএল-এ সেরা ক্যাচটাই কি রবিবার রাতে ধরলেন কেকেআর ক্রিকেটার রমনদীপ সিং? তেমনটাই মত ধারাভাষ্যকারদের। ২৩৫ রান তাড়া করতে নেমে লখনউ ওপেনার আর্শিন কুলকর্নির ব্যাটে লেগে বলটা যখন হাওয়ায়, তখন কেউই ভাবতে পারেননি এটাও ক্যাচ হতে পারে। কিন্তু সেই অসম্ভবই সম্ভব করলেন রমনদীপ সিং। গত বছর বিশ্বকাপ ফাইনালে ট্রেভিস হেড এমন একটা ক্যাচ নিয়েই ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন। রোহিত শর্মার ক্যাচ ধরেন তিনি। 

দ্বিতীয় ওভারের শেষ বলে ঘটে এই ঘটনা। মিচেল স্টার্কের বল লেগ সাইডে খেলার চেষ্টা করলেও কুলকর্নির ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। কভারে ফিল্ডিং করা রমনদীপ পিছন দিকে দৌড়তে থাকেন। দেখে মনে হচ্ছিল, রমনদীপ বলের কাছে পৌঁছনোর আগেই তা পড়ে যাবে। কিন্তু কেকেআর ক্রিকেটার হাল ছাড়েননি। টানা বলে চোখ রাখলেও, উল্টো দিক থেকে আন্দ্রে রাসেলকে ছুটে আসতে দেখে কিছুটা থমকে যান রমনদীপ। রাসেল পৌঁছতে পারবেন না দ্রুত বুঝে নিয়ে শেষ মুহূর্তে ঝাঁপ মেরে ক্যাচটা ধরে ফেলেন রমনদীপ।  

এ বারের আইপিএলে বেশ কয়েকটি ভাল ক্যাচ ইতিমধ্যেই দেখা গিয়েছে। রবি বিষ্ণোই, অক্ষর পটেল, মাথিশা পাথিরানা, ক্যামেরন গ্রিন দুর্দান্ত কিছু ক্যাচ নিয়ে দেখিয়ে দিয়েছেন কী ভাবে ক্যাচ ম্যাচের ছবি বদলে দিতে পারে। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন রমনদীপও। তবে তাঁর এই ক্যাচই কি সেরা? রমনদীপ ক্যাচ ধরার পরে তাই ধারাভাষ্যকার রবি শাস্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, 'এটাই কি এ বারের আইপিএলের সেরা ক্যাচ?' তাঁর সহ-ধারাভাষ্যকার বলে ওঠেন, 'অসাধারণ ক্যাচ।' তাঁরা সকলেই ভেবেছিলেন, বলটা একেবারে ফাঁকায় মাটিতে পড়বে। কুলকর্নিও বোধহয় ভাবতে পারেননি।  

এদিনে টসে হেরে যায় কেকেআর। ফিল সল্ট-সুনীল নারাইনের ওপেনিং জুটিতে ওঠে ২৬ বলে ৬১ রান। সল্ট আউট হতেই রঘুবংশীকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৯ রানের পার্টনারশিপ গড়েন। সল্ট মাত্র ১৪ বলে ৩২ রানে ফেরেন। সুনীল নারিন করেন ৩৯ বলে ৮১ রান। ৬টা চার ও সাতটা ছক্কায় সাজানো তার ইনিংস। রঘুবংশী ২৬ বলে ৩২ রান করে আউট হন। ২৩৫ রান তাড়া করতে নেমে একেবারেই স্বস্তিতে ছিল না লখনউ। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের রান 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement