Advertisement

IPL 2024 KKR vs LSG: দলে ফিরতে পারেন হর্ষিত, লখনউয়ের বিরুদ্ধে KKR দলে কারা?

১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে বেশ চনমনে কলকাতা (Kolkata Knight Riders)। একদিন পরেই ফের ম্যাচ লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) বিরুদ্ধে। এই মরসুমে প্রথম পর্বে কলকাতায় বাজেভাবে হারতে হয়েছে কেএল রাহুলদের (KL Rahul)। তবে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া লখনউ। অন্যদিকে আজই প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলতে চায় কলকাতা। সেই কারণে দরকার দুই পয়েন্ট। 

KKR খেলোয়াড়রা MI বনাম জয় উদযাপন করছে। (পিটিআই ছবি)
Aajtak Bangla
  • লখনউ ,
  • 05 May 2024,
  • अपडेटेड 3:47 PM IST

১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে বেশ চনমনে কলকাতা (Kolkata Knight Riders)। একদিন পরেই ফের ম্যাচ লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) বিরুদ্ধে। এই মরসুমে প্রথম পর্বে কলকাতায় বাজেভাবে হারতে হয়েছে কেএল রাহুলদের (KL Rahul)। তবে এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া লখনউ। অন্যদিকে আজই প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলতে চায় কলকাতা। সেই কারণে দরকার দুই পয়েন্ট। 

আবহাওয়া কেমন থাকবে?
লখনউতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপেক্ষিক আদ্রতা খুব কম থাকবে। ৪২ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে তাপমাত্রা। LSG বনাম KKR IPL 2024 ম্যাচটি JioCinema অ্যাপে স্ট্রিম করা হবে এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৫ মে, রবিবার সন্ধ্যা ৭:৩০ থেকে সম্প্রচার করা হবে।

অ্যাওয়ে ম্যাচে কেকেআরের একাদশ কেমন হতে পারে, কোনও পরিনবর্তন হবে কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেকেআর সুত্রে খবর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরের একাদশে।

মুম্বই ম্যাচে শাস্তি থাকায় খেলতে পারেননি হর্ষিত রানা। সেই জায়গায় খেলেছিলেন বৈভব অরোরা। লখনউ ম্যাচে দলে ফিরতে পারেন হর্ষিত রানা। এছাড়া আংক্রিশ রঘুবংশী টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। তার পরিবর্তে মনীশ পাণ্ডের মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রথম দলে জায়গা পেতে পারেন।


এলএসজির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা / বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব / কৃষ্ণা গৌতম।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement