Advertisement

IPL 2024 KKR vs MI: মধ্যরাতেও ইডেনে উৎসব, প্লে অফ নিশ্চিত হওয়ার পর কী করলেন নাইট ফ্যানরা?

শনিবার আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলিয়ে বিকাল থেকেই বৃষ্টি নামে কলকাতায়। সময়মতো কেকেআর বনাম মুম্বই (Kolkata Knight Riders vs Mumbai Indians) ম্যাচ শুরুও হয়নি। সওয়া ন'টায় শুরু হয় ১৬ ওভারের ম্যাচ। ১৮ রানে এই ম্যাচ জিতে কেকেআর (KKR) যখন মাঠ ছাড়ছে সেই সময় ঘড়ির কাটা পেরিয়ে গিয়েছে সাড়ে বারোটা। আনন্দে আত্মহারা নাইট সমর্থকরা তখনও স্টেডিয়াম ছাড়েননি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেলিব্রেশনে মত্ত তখন ইডেন গার্ডেন্স। ২০২৪ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা পাকা করে ফেলে নাইটরা। আর তার পরেই ইডেন জুড়ে উচ্ছ্বাসে মাতলেন শ্রেয়স আইয়াররা।

Kolkata Knight Riders fans, ipl 2024Kolkata Knight Riders fans, ipl 2024
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2024,
  • अपडेटेड 3:43 PM IST

শনিবার আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলিয়ে বিকাল থেকেই বৃষ্টি নামে কলকাতায়। সময়মতো কেকেআর বনাম মুম্বই (Kolkata Knight Riders vs Mumbai Indians) ম্যাচ শুরুও হয়নি। সওয়া ন'টায় শুরু হয় ১৬ ওভারের ম্যাচ। ১৮ রানে এই ম্যাচ জিতে কেকেআর (KKR) যখন মাঠ ছাড়ছে সেই সময় ঘড়ির কাটা পেরিয়ে গিয়েছে সাড়ে বারোটা। আনন্দে আত্মহারা নাইট সমর্থকরা তখনও স্টেডিয়াম ছাড়েননি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেলিব্রেশনে মত্ত তখন ইডেন গার্ডেন্স। ২০২৪ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা পাকা করে ফেলে নাইটরা। আর তার পরেই ইডেন জুড়ে উচ্ছ্বাসে মাতলেন শ্রেয়স আইয়াররা।

১০ বছর পর প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে দুই লেগেই জয় পেয়েছে কেকেআর। ২০১৪ সালে কটকে রোহিত শর্মাদের (Rohit Sharma) হারানোর পর দ্বিতীয় পর্বে আবুধাবিতেও ম্যাচ জেতে কলকাতা। আর এবার ওয়াংখেড়েতে ১২ বছর পর মুম্বইকে হারানোর পর ঘরের মাঠেও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলকে হারিয়ে দিল শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) দল। ২০১৪ সালে কলকাতা দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এবারও নাইটদের ডাগআউটে উপস্থিত জিজি। তবে মেন্টর হিসেবে। তাই দুইয়ে দুইয়ে চার করে, শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করছে কেকেআর ভক্তরা।

ইডেনে (Eden Gardens) দারুণ ছন্দে কেকেআর। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে কলকাতা। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে হারা ছাড়া বাকি সব ম্যাচ জিতেছে কলকাতা। ম্যাচ শেষে কলকাতার দর্শকদের ধন্যবাদ জানায় কেকেআর ব্রিগেড। ম্যাচের পর নাইট রাইডার্সের পতাকা হাতে তারা গোটা মাঠ প্রদক্ষিণ করে। ভক্তদের উদ্দেশ্যে সই করা টেনিস বল গ্যালারিতে পাঠান গৌতম গম্ভীর। কেকেআর ব্রিগেডের সঙ্গে আবেগে ভাসে ইডেনও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই সেলিব্রেশনের ভিডিও। অনেকেই মনে করছেন, গম্ভীর দলে ফেরার পরেই হাল ফিরেছে নাইটদের।          

Advertisement
Read more!
Advertisement
Advertisement