Advertisement

IPL 2024 KKR vs MI Live Updates: মুম্বইকে ১৮ রানে হারিয়ে প্লে অফে কলকাতা

তিলক ভর্মার লড়াকু ব্যাটিং-এও জিততে পারল না মুম্বই। হর্ষিত রানার শেষ ওভারে ভর করে প্লে অফে পৌঁছে গেল কলকাতা। প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করল কলকাতা। মুম্বইয়ের হার ১৮ রানে। ওয়াংখেড়ের পর এবার ইডেনেও হারতে হল হার্দিক পান্ডিয়ার দলকে। 

হর্ষিত রানা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2024,
  • अपडेटेड 12:38 AM IST

তিলক ভর্মার লড়াকু ব্যাটিং-এও জিততে পারল না মুম্বই। হর্ষিত রানার শেষ ওভারে ভর করে প্লে অফে পৌঁছে গেল কলকাতা। প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করল কলকাতা। মুম্বইয়ের হার ১৮ রানে। ওয়াংখেড়ের পর এবার ইডেনেও হারতে হল হার্দিক পান্ডিয়ার দলকে। 

সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি শুরু হয় বিকেলের পর থেকে। খেলা চালু হওয়ার সময় সন্ধ্যে সাড়ে সাতটা হলেও, তা শুরু হয় সোওয়া ন'টায়। ১৬ ওভারের ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। ব্যাট করে প্রাথমিক ধাক্কা সামলে মুম্বইয়ের সামনে ১৫৮ রানের লক্ষ্য রাখল KKR। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট দেখালেও দুই ওপেনারই আউট হন খুব দ্রুত। কেকেআর-এর হয়ে এখনও অবধি সবচেয়ে বেশি রান করা সুনীল নারাইন আউট হন গোল্ডেন ডাকে। প্রথম বলেই তাঁকে বোল্ড করেন জসপ্রীত বুমরা।

প্রথম বলে ছক্কা মেরে দারুণ শুরু করলেও সেই ৬ রানেই আউট হন ফিল সল্ট। ভাল খেললেও হাফ সেঞ্চুরি মিস করেন ভেঙ্কটেশ আইয়ার। ২১ বলে ৪২ রান করে ফেরেন তিনি। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও ব্যর্থ হন। ৭ রান করে ফেরেন তিনি। এরপর জুটি গড়ে তোলেন আন্দ্রে রাসেল ও নীতিশ রানা। ২৩ বলে ৩৩ রান করে রান আউট হন রানা। ১৪ বলে ২৪ রান করে ফেরেন রাসেল। ১২৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে কেকআর।   

জবাবে ব্যাট করতে নেমে ২২ বলে ৪০ রান করে আউট হন ঈশান কিশান। তবে তার আগে প্রতি ওভারেই ১০ রান করে নিচ্ছিলেন রোহিত শর্মা ও ঈশান। সুনীল নারাইন তাদের জুটি ভাঙেন। ক্যাচ ধরেন রিঙ্কু সিং ৬৫ রানে প্রথম উইকেট হারায় মুম্বই। ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারায় মুম্বই। বরুণ চক্রবর্তীর বলে স্যুইপ শট খেলতে গিয়ে নারাইনের হাতে ক্যাচ দিয়ে আউট হন প্রাক্তন ক্যাপ্টেন। আন্দ্রে রাসেলের বলে ১১ রান করে সূর্যকুমার যাদব আউট হন। হার্দিক পান্ডিয়া আউট হন মাত্র ২ রান করে। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। বরুণ চক্রবর্তী উইকেট তুলে নেন। টিম ডেভিডও রান না করেই আউট হন।   

Advertisement

কেকেআর একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিংকু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা - সুয়শ শর্মা, অনুকুল রায়, বৈভব অরোরাম আংক্রিশ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: নমন ধীর,  ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কম্বোজ, পীযূষ চাওলা, জসপ্রিত বুমরা, নুয়ান থুশারা

এমআই ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা - রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মহম্মদ নবী, কার্তিকেয় সিং

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement